Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুর-বিশ্বনাথ সড়কে ৩ দিন যান চলাচল বন্ধ থাকার পর আবার শুরু

জগন্নাথপুর-বিশ্বনাথ-রশিদপুর সড়কে তিনদিন সরাসরি যানবাহন চলাচল বন্ধ থাকার পর আজ শনিবার থেকে সবধরণের যানবাহন চলাচল শুরু হয়েছে। গত বুধবার থেকে পরিবহন ধর্মঘট ও সংস্কারহীন সড়কের বিভিন্ন গর্তে কয়েকটি ট্রাক আটকে পড়ে গত তিনদিন ধরে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে সিলেট বিভাগীয় শহরের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়ে উপজেলাবাসির যোগাযোগ ব্যবস্থা। যে কারণে অর্বনীয় দুর্ভোগের শিকার হয়েছেন কয়েক লাখ মানুষ।
জগন্নাথপুর-সিলেট সড়কের মিনিবাস শ্রমিক সমিতিরি সভাপতি রব্বানী মিয়া জানান, গত দুইদিনের পরিবহন ধর্মঘট থাকায় এবং গত শুক্রবার সড়কের বিভিন্ন স্থানের গর্তে কয়েকটি ভারী যান পড়ে বিঘিœত ঘটে যান চলাচলে। টানা তিনদিন সিলেটের সঙ্গে সরাসরি যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন থাকার পর গর্তে আটকে পড়া যানগুলি অপসারণ করায় আজ সকল থেকে যানচলাচল স্বাভাবিক হয়ে উঠেছে।
প্রসঙ্গত, সিলেট বিভাগীয় শহরের সঙ্গে জগন্নাথপুর ও বিশ্বনাথ উপজেলাবাসির যোগাযোগের একমাত্র প্রধান সড়ক জগন্নাথপুর-বিশ্বনাথ-রশিদপুর সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহালদশা বিরাজ করছে। সড়ক সংস্কারের দাবিতে কয়েকবার ধর্মঘট পালন করা হলেও মেলিনি কোন সুফল। সর্বশেষ গত ২৩ অক্টোবর জগন্নাথপুর উপজেলা সড়ক পরিবহন মালিক ও শ্রমিক ঐক্য পরিষদের পক্ষ থেকে সংস্কারের দাবিতে আবারও অনিদিষ্টকালের জন্য শ্রমিক ধর্মঘট ডাকা দেয়। সকাল সন্ধ্যা ধর্মঘট পালনের পর প্রশাসনের পক্ষ থেকে সংস্কারের আশ্বাস পেয়ে প্রত্যাহার করা হলেও ওই সড়কের বিশ্বনাথ অংশে একই দাবিতে গত ২৪ অক্টোবর ধর্মঘট পালন করে রাতে প্রত্যাহার করে। তবে গত শুক্রবার ভোররাত থেকে জগন্নাথপুর-বিশ্বনাথ-রশিদপুর সড়কের জগন্নাথপুরের অংশে জগন্নাথপুর পৌরশহরের হামজা কমিউনিটি সেন্টার, বিশ্বনাথ অংশে পীরের বাজার ও বিশ্বনাথ বাজার এলাকায় গর্তে ৩টি মালবাহী ট্রাক আটকে যানবাহন চলাচলে বিঘিœত ঘটে। এজন্যে সিলেটের সঙ্গে জগন্নাথপুরবাসীর সরাসরি মিনিবাস চলাচল বন্ধ হয়ে পড়ে।
Exit mobile version