Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুর ভূমি অফিস পরির্দশন করে প্রশংসা করলেন জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর উপজেলা ভূমি অফিস পরির্দশন করে সন্তোষ প্রকাশ করেছেন সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম। তিনি জগন্নাথপুর ভূমি অফিসকে জেলার মডেল হিসেবে অভিহিত করে সবাইকে এধরনের দাপ্তরিক কাজ অনুসরন করে জনবান্ধন অফিসে পরিণত করতে আহ্ববান জানান। বুধবার দিনব্যাপী জগন্নাথপুর উপজেলার বিভিন্ন কর্মসূচীতে অংশ গ্রহন করে দুপুরে উপজেলা ভূমি অফিস পরির্দশন করেন জেলা প্রশাসক। এসময় উপজেলা সহকারী কমিশনার ভূমি বিশ্বজিত কুমার পালসহ ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারীরা জেলা প্রশাসককে স্বাগত জানান। জেলা প্রশাসক ভূমি অফিসের রেকর্ডরুমসহ প্রতিটি কক্ষ ঘুরে দেখেন সন্তোষ প্রকাশ করেন।

এসময় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হুমায়ুন কবির, রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজলুল হক,জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম সম্পাদক অমিত দেব,শিক্ষক সাইফুল ইসলাম রিপন.আওয়ামীলীগ নেতা মাছুম আহমদ উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক পরির্দশন খাতায় নিজের মন্তব্য লিখেন। এছাড়াও ভূমি অফিসের নবনির্মিত সেবা নিকেতন ঘুরে দেখেন।

উল্লেখ্য জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি বিশ্বজিত কুমার পাল ভূমি অফিস কে বদলে দেয়ার পাশাপাশি জনবান্ধব অফিসে রূপান্তরিত করেন।

Exit mobile version