Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুর মন্ত্রী এম এ মান্নান ৮২কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে মহাসড়কের সংস্কার কাজের উদ্বোধন করেন

স্টাফ রিপোর্টার:: অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি সুনামগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের বাস্তবায়নে ৮২ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে ২২ কিলোমিটার সড়কের সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে।শনিবার সকালে জগন্নাথপুর পৌরসভার সামনে আনুষ্ঠানিকভাবে নির্মাণ কাজের উদ্বোধন করেন। এসময় সুনামগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ,উপজেলা আওয়ামীলীগ সভাপতি আকমল হোসেন,সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বিল্লাহ,জগন্নাথপুর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব,জগন্নাথপুর পৌরসভার মেয়র আব্দুল মনাফ,সাবেক মেয়র মিজানুর রশীদ ভূঁইয়া, জেলা পরিষদের সদস্য মাহতাবুল হাসান সমুজ,সুনামগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের এসডি এস.এম সাইফুল ইসলাম,এসও মোস্তাফিজুর রহমান, ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রকল্প ম্যানেজার প্রকৌশলী হারুন রশীদসহআওয়ামীলীগ,যুবলীগ, ছাত্রলীগের নেতারা উপস্থিত ছিলেন।

Exit mobile version