Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুর-রানীগঞ্জ-আউশকান্দি আঞ্চলিক মহাসড়কে সরাসরি যানচলাচল বন্ধ

স্টাফ রির্পোটার :: জগন্নাথপুর-রানীগঞ্জ সড়কে যানচলাচল বন্ধ হয়ে পড়েছে।
মঙ্গলবার ভোরের দিকে ওই সড়কের রানীগঞ্জ ইউনিয়নের ইছগাও নামক স্থানে স্টিল ব্রিজের দক্ষিন অংশের এ্যাপ্রোচের অধিকাংশ অংশের মাঠি ধসে পড়ায় এ সড়কের যানচলাচল বন্ধ হয়ে পড়ে। ফলে জনসাধারন চরম দূর্ভোগে পড়েছেন।

এলাকাবাসী জানান, পাগলা জন্নাথপুর-রানীগঞ্জ-আউশকান্দি আঞ্চলিক মহাসড়ক দিয়ে প্রতিদিন ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা উপজেলায় শতশত যানবাহন চলাচল করে আসছে। হঠাৎ করে ওই সড়কের স্টিল ব্রিজের এ্যাপ্রোচের এক অংশের মাঠি ধসে গর্তের সৃষ্টি হওয়ায় যানবাহন চলাচল অনুপযোগি হয়ে পড়ে। খবর পেয়ে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বিল্লাহ ঘটনাস্থল পরির্দশন করেছেন।

জগন্নাথপুর-রানীগঞ্জ সড়কের অটোরিকশা, টেম্পু ও লেগুনার শ্রমিক সমিতির সভাপতি শফিকুল ইসলাম খেজর জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কে জানান, সকালের দিকে আকস্মিকভাবে জগন্নাথপুর রানীগঞ্জ সড়কের স্টিল ব্রিজের এ্যাপ্রোচের মাঠি ধসে পড়লে যানচলাচল ব্যাহত হয়। সরাসরি যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বিল্লাহ জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কে জানান, ক্ষতিগ্রস্থ স্থানে সংস্কার কাজ শুরু হয়েছে। আশা করছি এক দুই দিনের মধ্যে সদস্যাটি সমাধান হবে।

Exit mobile version