Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুর সরকারি কলেজের অধ্যক্ষের অপসারণের দাবীতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জের জগন্নাথপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহিদুল ইসলামের অপসারন দাবী করেছেন কলেজের শিক্ষক ও কর্মচারিবৃন্দ।
বুধবার দুপুরে অধ্যক্ষের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম, দুর্নীতির অভিযোগ এনে কলেজের শিক্ষক ও কর্মচারিরা কলেজ ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে
মানববন্ধব কর্মসুচি পালন করেন। এতে সহকারি অধ্যাপক, প্রভাষক ও কর্মচারীসহ
২৫ জনের মধ্যে ২০ শিক্ষক, কর্মচারি অংশ নেন। কর্মসুচি চলাকালে বক্তব্য রাখেন কলেজের সহকারি অধ্যাপক এ,টি,এম নুরুল মোত্তাধীন, পান্ডব চন্দ্র
দাস, মনোরঞ্জন তালুকদার, প্রভাসক বিজিত রঞ্জন বৈদ্য, ফয়জুল কাদের চৌধুরী,
আব্দুল কাহার, অশেষ দে, আব্দুল বাতেন প্রমুখ।
কলেজের সহকারি অধ্যাপক মনোরঞ্জন তালুকদার
জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে
বলেন, কলেজটি জাতীয়করণের আওতাভুক্ত হওয়ার পর থেকেই ভারপ্রাপ্ত অধ্যক্ষ ব্যাপক অনিয়ম, আর্থিক দুর্নীতিতে লিপ্ত হয়ে পড়েন। কলেজের পুকুর লিজের অর্থ, ক্যাম্পাসের গাছগাছালি কর্তৃন করে বিক্রির টাকাসহ বিভিন্ন খাতের অর্থ আত্মসাৎ করেছেন।
তাঁর দায়িত্বহীনতার কারণে হুমকির মুখে পড়েছে কলেজের শিক্ষা ব্যবস্থা।
কলেজর স্বার্থে আমরা কলেজের শিক্ষক ও কর্মচারিরা ঐক্যবদ্ধ হয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষের অপসচারণ দাবী করে মানববন্ধন কর্মসুচি পালন করছি।
এবিষয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহিদুল ইসলাম তাঁর বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে
বলেন, আমার বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ ভিত্তিহীন। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের চেয়ারটি দখলে নিয়ে ষড়যন্ত্র চলছে।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহ্ফুজুল আলম মাসুম জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে
বলেন, মানববন্ধব কর্মসুচির বিষয়টি আমার জানা নেই। তবে জগন্নাথপুর সরকারি কলেজের
পেয়েছি।

Exit mobile version