Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুর সরকারি গালর্স হাই স্কুলের নবীন বরণ অনুষ্ঠিত

আজহারুল হক ভূঁইয়া শিশু:: জগন্নাথপুর উপজেলার উপজেলা সদরের ঐতিহ্যবাহী জগন্নাথপুর সরকারি গালর্স হাইস্কুলের নবাগত ছাত্রীদের বরণ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে স্কুল মিলনায়তনে নবীন বরন অনুষ্ঠান অনুষ্টিত হয়েছে। এ উপলক্ষ্যে এক আলোচনা সভার আয়োজন করা হয়। শুরতেই লাল গোলাপ দিয়ে নবাগত ছাত্রীদের বরণ করে নেন সিনিয়র ছাত্রীরা। এ উপলক্ষ্যে এক আলোচনা সভার আয়োজন করা হয়। স্কুলের প্রধান শিক্ষক অনন্ত কুমার সিংহের সভাপতিত্বে ও শিক্ষক জয়ন্ত শেখর রায়ের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) বিজন কুমার দেব। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন স্কুল কমিটির সভাপতি ও জগন্নাথপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ সানোয়ার হাসান সুনু, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মখলিছুর রহমান শিক্ষক মোঃ জামাল উদ্দিন, অভিবাবক ব্যবসায়ী হাজী শফিকুর রহমান লিলু, অভিবাবক শাহিনা খানম শিক্ষিকা মনি বনিক। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন ৮ম শ্রেণির ছাত্রী সুমাইয়া আক্তার ও গীতা পাঠ করেন, মিতা রানী দাস, এ ছাড়া ছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন, সুমাইয়া আক্তার, সুলতানা জান্নাত, একা রানী গোপ, মিতা রানী দাস, মনি আক্তার, পিউরী রায়, শাপলা রানী দাস, শ্রাবনী সূত্রধর, পায়েল তরাত, তাজমিনা আক্তার রিমা, সানজিদা আহমেদ, দ্বিপসিকা রানী প্রমুখ। নবীন বরণ অনুষ্ঠানে ছাত্রীদের উদ্দেশ্যে বক্তাগণ বলেন, সাবেক প্রেসিডেন্ট হুসেইন মোহাম্মদ এরশাদের আমলে তৎকালীন অত্র এলাকার এমপি সাবেক পররাষ্ট্র মন্ত্রী মরহুম হুমায়ুন রশীদ চৌধুরীর প্রচেষ্টায় এই স্কুলটি সরকারি করন করা হয়।
এই স্কুলের অনেক মেধাবী ছাত্রী সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ন পদে কর্মরত থেকে দেশের কল্যাণে কাজ করে যাচ্ছেন, এছাড়া অনেক ছাত্রী বাংলাদেশের উন্নত শিক্ষা প্রতিষ্ঠান শাহ্জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়সহ দেশের নামি দামী শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত রয়েছেন। ঐতিহ্যবাহী এই গালর্স স্কুলের সুনাম ধরে রাখতে ছাত্রীদের আন্তরিক ভাবে লেখাপড়া চালিয়ে যাওয়ার আহ্বান জানান। সু-শিক্ষা গ্রহণের মাধ্যমে সুনাগরিক হিসাবে গড়ে উঠে দেশে প্রেমে উদ্বুদ্ব হয়ে মানুষের কল্যাণে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। দীর্ঘদিন যাবত স্কুলের শিক্ষক সংকট চলছে উল্লেখ করে বক্তাগণ বলেন, ছাত্রীদের সু-শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে শূন্য পদে শিক্ষক নিয়োগের জন্য স্থানীয় এম.পি অর্থ পরিকল্পনা প্রতিন্ত্রী এম.এ মান্নান ও শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সহ সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন।

Exit mobile version