Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুর-সুনামগঞ্জ সড়কে মিনিবাস চলাচল অর্নিদিস্টকালের জন্য বন্ধ, ভোগান্তি চরমে

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর-সুনামগঞ্জ সড়কে শ্রমিকদের
দ্ব্েন্দ্ব সরাসরি মিনিবাস চলাচল বন্ধ হয়ে পড়েছে। মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত জেলা শহর থেকে জগন্নাথপুর উপজেলা মিনিবাস ষ্ট্যান্ডের
কোনধরনের বাস আসা যাওয়া করেনি। ফলে চরম জনদূর্ভোগের শিকার হয়েছেন
যাত্রীরা।
জানা যায়, জগন্নাথপুর-সুনামগঞ্জ সড়কের মিনিবাস ও অটোরিকশা-লেগুনা-টেম্পু ষ্ট্যান্ডের শ্রমিকদের সঙ্গে যাত্রী উঠানো নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে
আসছে। যার জের ধরে মঙ্গলবার বিকেলে ওই সড়কের পাগলা পয়েন্টে অটোরিকশা-লেগুনা-টেস্পু ষ্ট্যান্ডের শ্রমিকরা জগন্নাথপুরের মিনিবাসের
তিনচালককে মারধর করেন। এ ঘটনার প্রতিবাদে জগন্নাথপুর-সুনামগঞ্জ মিনিবাস শ্রমিক সমিতির নেতারা জগন্নাথপুর-সুনামগঞ্জ সড়কের মিনিবাস চলাচল বন্ধ করে
দেন। সকাল থেকে জগন্নাথপুর উপজেলা সদরে সুনামগঞ্জ থেকে যাত্রীবাহী মিনিবাস আসেননি। জগন্নাথপুর থেকেও কোন বাস সুনামগঞ্জের উদ্যেশ্যে ছেড়ে
যায়নি। যে কারনে জেলা শহরের সঙ্গে যোগাযোগের প্রধান সড়কে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।
জগন্নাথপুর-সুনামগঞ্জ সড়কের আব্দুল কাদির নামে এক যাত্রী জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, সুনামগঞ্জ শহরে কোর্টের কাজে যাওযার জন্য বাড়ি থেকে বের জগন্নাথপুর মিনিবাস
ষ্ট্যান্ডে বাস ধরার জন্য এসে জানতে পারলাম মিনিবাস যাবেনা। অনেকক্ষন অপেক্ষা করেও কোন সুফল হয়নি। এখন সিএনজি কিংবা লেগুনায় যেতে হবে। কী যে দূর্ভোগে পড়েছি। তিনি বলেন, তারমতো অসংখ্য যাত্রী ষ্ট্যান্ড আটককে আছেন।
জগন্নাথপুর-সুনামগঞ্জ সড়কের মিনিবাস শ্রমিক সমিতির সভাপতি হাফিজুর ইসলাম জগন্নাথপুর টুয়োন্চিফোর ডটকমকে বলেন, অন্যায়ৃতভাবে আমাদের তিনজন মিনিবাস চালককে অবৈধ যানবাহনের শ্রমিকরা সঙ্গবদ্ধ হয়ে মারধর করেছে। তারা অনেকদিন ধরেই সড়কের অরাজকতা সৃষ্টি করে
আসছে। দ্রুত এর প্রতিকার করা না হলে আমরা ষ্ট্যান্ড থেকে কোন মিনিবাস
ছাড়বো না।
জগন্নাথপুর-সুনামগঞ্জ সড়কের মিনিবাস মালিক সমিতির সভাপতি নিজামুল করিম জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, যাত্রী উঠানো নিয়েই শ্রমিকদের সঙ্গে বিরোধ দেখা দেয়। একপর্যায়ে
মিনিবাসের চালককে শারিরীকভভাবে লাঞ্জিত করা হয়েছে। বিষয়টি প্রশাসনের পক্ষ
থেকে নিস্পত্তির প্রচেষ্ঠা চলছে।
জগন্নাথপুর থানার ওসি (তদন্ত) আশরাফুল ইসলাম জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, জগন্নাথপুর-সুনামগঞ্জ সড়কে পরিবহন শ্রমিকদের মধ্যে অনেকদিন ধরেই যাত্রী উঠানো নামাবো নিয়ে
দ্বন্দ্ব চলে আসছে। বিষয়টি নিস্পতির প্রচেষ্ঠা চলছে।

Exit mobile version