Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুর-সুনামগঞ্জ সড়কে ধস : সরাসরি যানচলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা

স্টাফ রিপোর্টার :: জগন্নাথপুর-সুনামগঞ্জ সড়কের একাংশ ধসে পড়ছে। হঠাৎ করে সোমবার থেকে ওই সড়কের পৌরএলাকার হাসিমাবাদ নামকস্থানে ধসে পড়ছে।

মঙ্গলবারও সড়কের কিছু অংশ ধসে পড়েছে বলে স্থানীয় লোকজন জানিয়েছেন। এতে করে কোন সময় সড়কের সরাসরি যানচলাচল ব্যাহত হওয়ার আশংকা করছেন এলাকাবাসি।

জানা যায়, সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতাধীন পাগলা-জগন্নাথপুর-রানীগঞ্জ আউশকান্দি আঞ্চলিক মহাসড়কে প্রতিদিন শতশত যানবাহন চলাচল করে। এ সড়কের হাসিমাবাদ এলাকায় রাস্তার বেশ কিছু অংশ ধসে পড়ে। ফলে ঝুঁকি নিয়ে সড়কের অপর অংশ দিয়ে যান চলাচল করছে। ক্ষতিগ্রস্থ স্থানে সওজ’র উদ্যোগে বাশেঁর আড় দিয়ে ও বস্তা ভর্তি মাটি ফেলা হচ্ছে।

জগন্নাথপুর-সুনামগঞ্জ মিনিবাস মালিক সমিতির সভাপতি নিজামুল করিম জানান, সড়কের এক পাশের অংশ ধসে নিচের দিকে পড়ছে। দ্রুত সংস্কার করা না হলে কোনো মুর্হুতে সরাসরি যানবাহন বন্ধ হয়ে যেতে পারে।

সুনামগঞ্জের সওজ’র সহকারী নির্বাহী প্রকৌশলী মোস্তাাফিজুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ধসে যাওয়া স্থানে সংস্কার কাজ শুরু হয়েছে।

Exit mobile version