Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুর-সুনামগঞ্জ সড়কে বাস দূর্ঘটনায় নারীসহ আহত-২৫

স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুর-সুনামগঞ্জ সড়ক যাত্রীবাহী বাস দূর্ঘটনায় নারীসহ ২৫ জন আহত হয়েছেন। এর মধ্যে গুরুত্বর আহত দুইজনকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অপর আহতরা স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনাটি ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সুনামগঞ্জ বাস ষ্ট্যান্ড থেকে জগন্নাথপুর উপজেলা সদরের বাস ষ্ট্যান্ডের উদ্যেশ্যে ছেড়ে আসা যাত্রীবাহী মিনিবাস (যার নং ঢাকা-জ-১৪-২১২২) উপজেলার কলকলিয়ার ইউনিয়নের শেষ সীমান্তবর্তী ধারাখাই নামকস্থানে পৌছামাত্র চালক নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশের পাশ্বের গাছের সঙ্গে ধাক্কা লেগে বাসটি উল্টে যায়। এতে চালকসহ ২৫ জন যাত্রী আহত হন। চিকিৎসার জন্য আহতদেরকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। এরমধ্যে গুরুত্বর আহত অবস্থায় বাস চালক মঈন উদ্দিন (৩০) ও যাত্রী মনোয়ারা বেগম (৩৫ কে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহতরা স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

জগন্নাথপুর-সুনামগঞ্জ সড়কের বাস মালিক সমিতির সভাপতি নিজামুল করিম জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে জানান, হঠাৎ করে গাড়ির ষ্টিয়ারিংয়ের তার ছিড়ে যাওয়ায় চালক নিয়ন্ত্রন হারিয়ে ফেলায় দূর্ঘটনাটি ঘটেছে।

জগন্নাথপুর থানার এসআই হাবিবুর রহমান হাবিব জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে জানান, বাস দূর্ঘটনায় খবর পেয়েছি।

Exit mobile version