Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন লন্ডনের চিকিৎসক ডাঃ কিবরিয়া আব্দুল মুকিত

স্টাফ রিপোর্টার-
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবা কার্যক্রম পরিদর্শন করেছেন জগন্নাথপুরের কৃতি সন্তান লন্ডনের গ্র্যাচুয়েট অব কিং কলেজ এন্ড কুইন মেরি ইনভারিসিটি থেকে এমবিবিএস, বিএসসি এমারসি জিপি ডিগ্রিধারী ডঃ কিবরিয়া আব্দুল মুকিত। তিনি জগন্নাথপুর পৌর সভায় হবিবপুর শাহপুর গ্রামের হাজী ছোরাবুর রহমানের মেয়ে। জন্মসূত্র থেকে লন্ডনে বসবাস করে উচ্চ শিক্ষা গ্রহণ করে তিনি চিকিৎসা পেশায় যোগ দেন। সম্প্রতি পিতৃভূমি জগন্নাথপুরে এলে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবা কার্যক্রম পরিদর্শন করেন।

মঙ্গলবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে প্রথমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মধু সুধন ধর এর সঙ্গে মত বিনিময় করেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডাক্তার সায়েকুল ইসলাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেের সেবা কার্যক্রম তাকে দেখিয়ে এর বর্ণনা দেন। এসময় তিনি স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান দেখে প্রশংসা করেন। এবং ভবিষ্যতে দেশের চিকিৎসা সেবায় অবদান রাখার প্রত্যয় ব্যক্ত করেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ডঃ কিবরিয়া আব্দুল মুকিত এর মা মোছাঃ আফিয়া বেগম,জগন্নাথপুর উপজেলা যুবলীগ নেতা বিভাস দে, শাহ মতছির আলী,তায়েফুর রহমান প্রমুখ

Exit mobile version