Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে সড়ক নিরাপত্তা বিষয়ে সেমিনার অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার :সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সদরের আব্দুল খালিক উচ্চ বিদ্যালয়ে মেটামরফোসিস গ্লোবাল (বিশ্বব্যাপী রুপান্তর) এর উদ্যাগে শিশু বান্ধব নিরাপত্তা সড়ক পরিবেশ নিশ্চিতকরনে অংশগ্রহণমূলক উদ্যাগ বিষয়ক এক সেমিনার বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিশ্বজিৎ দাস এর সভাপতিত্বে সোমবার বিকেলে বিদ্যালয় চত্বরে  অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বিশ্বব্যাপী রুপান্তরের বাংলাদেশ শাখার প্রধান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় প্রফেসর ড,শামসুল হক, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংস্হার গবেষণা সহযোগী আবদুল্লাহ আল জাহিদ,আশিক আল আজিজ জগন্নাথপুর প্রেসক্লাব যুগ্মসাধারন সম্পাদক অমিত দেব, জগন্নাথপুর পৌরসভার মহিলা কাউন্সিলর মীনা রানী পাল,জগন্নাথপুর থানার এস,আই রাজিব, জগন্নাথপুর বাজার তদারক কমিটির সাধারণ সম্পাদক জাহির আলী,বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আব্দুল মুকিত, বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থথী ঝর্ণা আক্তার ও দশম শ্রেনীর শিক্ষার্থী নওয়েল আমীন প্রমুখ সভায় প্রধান অতিথির  বক্তব্যে ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব সড়ক নিরাপত্তার বিষয়ে সচেতনতামুলক সামাজিক উদ্যাগ গড়ে তোলার আহ্বান জানান। জগন্নাথপুর উপজেলা পরিষদ এ বিষয়ে কাজ করছে বলে তিনি জানান।

 

 

Exit mobile version