Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে হাওরের বেড়িবাঁধ পরিদর্শন করলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট

স্টাফ রিপোর্টার-
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার হাওরের ফসল রক্ষা বেড়িবাঁধ নির্মাণ সংস্কার কাজ পরিদর্শন করেছেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট এ.কে.এম আব্দুল্লাহ বিন রশিদ।  গতকাল বুধবার দুপুরে তিনি নলুয়ার হাওরের ঝুঁকিপূর্ণ কয়েকটি ফসল রক্ষা  বেড়িবাঁধ পরিদর্শন করেন। এসময় তিনি সঠিকভাবে নির্ধারিত সময়ে ফসল রক্ষা বেড়িবাঁধের কাজ শেষ করতে নির্দেশ দেন। ফসল রক্ষা বেড়িবাঁধ পরিদর্শনকালে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-বশিরুল ইসলাম, হাওর বাঁচাও আন্দোলন সুনামগঞ্জের সভাপতি  বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান,হাওর বাঁচাও আন্দোলন জগন্নাথপুর উপজেলা কমিটির সদস্য সচিব সাংবাদিক অমিত দেব, পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারী প্রকৌশলী সবুজ কুমার শীল উপস্থিত ছিলেন। পাউবো সূত্র জানায় জগন্নাথপুর উপজেলায় ৩৩ টি প্রকল্প বাস্তবায়ন কমিটির মাধ্যমে হাওরের ফসল রক্ষা বেড়িবাঁধ নির্মাণ করা হচ্ছে চলতি মৌসুমে। পাউবোর হিসেব অনুযায়ী ২৮ প্রকল্পে কাজ শুরু হয়েছে।

Exit mobile version