Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথুপরে ঝড় বৃষ্টি উপেক্ষা করে চলছে প্রার্থীদের প্রচারনা

স্টাফ রির্পোটার :: জগন্নাথপুরের সাতটি ইউনিয়নে প্রার্থীরা ঝড় বৃষ্টি অপেক্ষা করে চালিয়ে যাচ্ছেন নির্বাচনী প্রচার প্রচারনা। গত কয়েকদিন ধরে জগন্নাথপুর উপজেলায় ভারি বৃষ্টিপাত হচ্ছে। আগামী ২৮ মে উপজেলার সাতটি ইউনিয়নে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে মনোনয়ন দাখিল, যাছাই বাছাই ও প্রতিক বরাদ্দ সম্পন্ন হয়েছে। নির্বাচনের দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে প্রার্থী, সমর্থক, শুভাকাংখীদের প্রচারনা বেড়েছে গেছে। বুধবার সকালে বৃষ্টি উপেক্ষা কলকলিয়া ইউনিয়নে আওয়ামীলীগ প্রার্থী দ্বীপক কান্তি দে ইউনিয়নের গুংঙ্গিরগাও গ্রামের গনসংযোগ করেছেন। একই ইউনিয়নের অপর প্রার্থী বিএনপির মনোনীত চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব রফিক মিয়া ও আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী সাবেক চেয়ারম্যান আব্দুল হাসিমও ব্যস্ত ছিলেন প্রচারনায়। পাটলী ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান সিরাজুল হক আলিপুর গ্রামের সকালে বৃষ্টির মধ্যে ভোটারদের ঘরে ঘরে পৌছে গনসংযোগ করেছেন। এছাড়া, পাটলী ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আঙ্গুর মিয়া, চিলাউড়া হলদিপুর ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান আরশ আলী, বিদ্রোহী প্রার্থী সাবেক চেয়ারম্যান হারুন রাশিদ, বিএনপি মনোনীত প্রার্থী আব্দুর রব, রানীগঞ্জ ইউনিয়নে আওয়ামীলীগ প্রার্থী মনোনীত প্রার্থী শহিদুল ইসলাম রানা, বিএনপি প্রার্থী শামছুল ইসলাম, আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী সাবেক চেয়ারম্যান হাফিজ উদ্দিন, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান আবুল হাসান, বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ মোছাব্বির আহমদ, আওয়ামীলীগ বিদ্রোহী প্রার্থী তৈয়ব কামালী আশারকান্দি ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সাবেক চেয়ারম্যান শাহ আবু ইমানী, আওয়ামীলীগ বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান আইয়ুব খান, সাবেক চেয়ারম্যান আব্দুল আহাদ মদরিছ, পাইলগাও ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আপ্তাব উদ্দিন, আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী সাবেক চেয়ারম্যান মঞ্জুর আলী আফজল, বিএনপি প্রার্থী জালাল উদ্দিন গনসংযোগ পথসভা ও উঠান বৈঠক করেছেন। চেয়ারম্যান প্রার্থীদের পাশাপাশি সাতটি ইউনিয়নে অংশ নেয়া সংরক্ষিত নারী সদস্য ও সাধারন সদস্যরাও ঝড় বৃষ্টি উপেক্ষা করে প্রচারনা করেন।

Exit mobile version