Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জঙ্গি সংগঠনকে অর্থায়নের অভিযোগে তিন আইনজীবী আটক

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: সুপ্রিম কোর্টের তিন আইনজীবীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। মঙ্গলবার রাত ১১টার দিকে রাজধানীর ধানমন্ডি থেকে জঙ্গি সংগঠনকে অর্থায়নের অভিযোগে তাদেরকে আটক করা হয়।
র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, জঙ্গি দল ‘শহীদ হামজা ব্রিগেড’ এর চার সদস্যকে গত এপ্রিলে অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছিল। যাদের অর্থায়নের অভিযোগে সুপ্রিম কোর্টের এই তিন আইনজীবীকে মঙ্গলবার রাতে আটক করা হয়।
তিনি আরো জানান, আটকদের মধ্যে বিএনপি নেতা সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে ব্যারিস্টার শাকিলা ফারজানাও রয়েছেন। বাকি দুজন হলেন- অ্যাডভোকেট লিটন হাসান ও অ্যাডভোকেট মাহবুব চৌধুরী বাপন। আইনজীবী লিটন ও বাপন ব্যারিস্টার শাকিলা ফারজানার সহযোগী।
র্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিফতা উদ্দিন জানান, শহীদ হামজা ব্রিগেড নামের একটি জঙ্গি সংগঠনকে অস্ত্র কেনার জন্য এক কোটি ৮ লাখ টাকা দেয়ার অভিযোগে সুপ্রিম কোর্টের এই তিন আইনজীবীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে চট্টগ্রাম জেলায় দায়ের করা একটি মামলা রয়েছে।
র্যাবের পক্ষ থেকে এর আগে জানানো হয়েছিল, ২০১৩ সাল থেকে চট্টগ্রাম ভিত্তিক এই জঙ্গি সংগঠন ‘শহীদ হামজা ব্রিগেড’ এর কার্যক্রম শুরু হয়।

Exit mobile version