Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জঙ্গি-সন্ত্রাসবাদের বিরুদ্ধে জগন্নাথপুরের মসজিদে মসজিদে বয়ান

স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় মসজিদে মসজিদে জঙ্গি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে বয়ান দেওয়া হয়েছে।
 শুক্রবার জুম্মার নামাজে জগন্নাথপুরের বিভিন্ন মসজিদের ইমামগণ এই বয়ান দেন। বয়াণে তাঁরা বলেন, জঙ্গিবাদ, সন্ত্রাস ও আগুন দিয়ে পুড়িয়ে মানুষ হত্যা পবিত্র ইসলাম ধর্ম সমর্থণ করে না। এধরনের কর্মকা-ে যারা জড়িত তারা ইসলাম ও আল্লাহপাকের শক্রু। এসব ইসলাম বিরোধীদের সরকারের পাশাপাশি সামাজিকভাবে প্রতিহত করা প্রয়োজন।
জগন্নাথপুর উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মাওলানা  নিজাম উদ্দিন জালালী জগন্নাথপুর টুয়েন্টিফোর ,ডটকমকে বলেন, একশ্রেণীর পাপিষ্টরা ইসলামের নাম ভাঙিয়ে সন্ত্রাসীকর্মকা-ে জড়িয়ে পড়েছে।  জঙ্গি ও সন্ত্রাসবাদ ইসলাম ধর্ম সমর্থণ করে না। যারা এধরনের কাজ করে তারা সরাসরি আল্লাহপাকের আইন লঙনকারি।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ও ধর্ম মন্ত্রনালয়ের প্রজ্ঞাপন অনুয়ায়ি সারাদেশের ন্যায় জঙ্গি ও সন্ত্রাসবাদ বিরুদ্ধে মসজিদগুলোতে ইমানগণ বয়ান দিয়েছেন।
Exit mobile version