Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জমজ ভাইকে আলাদা করলেই শুরু হয় কান্না!

জগন্নাথপুর২৪ ডেস্ক:: নবজাতক দুই জমজ ভাই। শুধু গড়নে নয়, মায়ার বাঁধনেও তারা যেন এক আত্মা। তাইতো দুজনকে বিচ্ছিন্ন করতেই শুরু হয় কান্না। কিন্তু একসঙ্গে করা হলে তাদের কান্না তৎক্ষণাৎ থেমে যায়। এমন দুটি জমজ শিশুর জন্ম হয়েছে ফ্লোরিডার অরল্যান্ডে। গত ২৮ ফেব্রুয়ারি ওয়েস্টন এবং কালেব লাইম্যান নামে ওই শিশু দুটির জন্ম হয়।

ডেইলি মেইলের খবরে বলা হয়েছে, জমজ শিশুদের কার্যকলাপ একটি ভিডিও ক্যামেরায় ধারণ করেন তাদের বাবা ড্যান, যিনি সেন্ট্রাল ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের মেডিকেলের ছাত্র। পরে এপ্রিলে নিজের ফেসবুকে তার দুই সন্তানের ছবি ভিডিওসহ পোস্ট করেন। সেই পোস্টে তিনি লেখেন, দুজন দুজনের কাছে থাকতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে।

ভিডিওতে দেখা গেছে, যখন কোনো নার্স তাদের দুজনের একজনকে সরাতে চেষ্টা করেন তখন ওই দুই জমজ চিৎকার করে কাঁদতে শুরু করে। আবার যখন তাদের একসঙ্গে রাখা হয় তখন একজন আরেকজনের গালের স্পর্শ পেলেই কান্না তৎক্ষণাৎ থেমে যায়।

ড্যান ইয়াহু লাইফস্টাইলকে বলছিলেন, ‘আমার স্ত্রী লিসা এই ঘটনা সম্পর্কে জানতো না। যখন আমি তাকে এই ভিডিও দেখাই তখন সে আবেগতাড়িত হয়ে পড়ে।’

ড্যান আরও বলেন, দুজনের মধ্যে আত্মার বন্ধন রয়েছে, শিশু দুটির এখন বয়স ১১ সপ্তাহ।

Exit mobile version