Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জল জোৎস্নার বাসর-অধ্যক্ষ মো. অাব্দুল মতিন

কবিতা

নিত্য যারা বাস করে
জলে অার দারিদ্র্যে,
জোৎস্নায় গল্প করে
বৈশাখী উঠোনে ।

তাঁদের জীবনের ঢেউ
অাজ খেলা করে শহরে ,
ছাই রংয়ের রাজপথে!

নদী,হাওড়,সাগরের জলে
অাছাড় খায় মানুষ,গাড়ী
অাছাড় খায় হরেক স্বপ্নে।

শহরের নিয়ন জোৎস্না
গেয়ো মানুষের মতো
রেললাইনে,বস্তিতে ঘুমায়।

এন্টার্কটিকার বরফ গলে,
মিছিল নিয়ে উল্লাস করে,
দিগন্তের নীলিমায়।

হৃদয়ের জলজটের প্রকল্প
প্রতিক্ষার প্রহর গুণে
লাল-সবুজের টেবিলে।

জল অার জোৎস্নার বাসর
ইনসোমনিয়ায় সুখ দিয়ে যায়
হাতে গোনা কবিকে।

মো. অাব্দুল মতিন
প্রতিষ্ঠাতা অধ্যক্ষ,
শাহজালাল মহাবিদ্যালয়,
জগন্নাথপুর, সুনামগঞ্জ।

Exit mobile version