Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

‘জাকির নায়েকের বিরুদ্ধে সন্ত্রাসবাদের প্রমাণ মেলেনি’

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: ভারতীয় ইসলাম প্রচারক জাকির নায়েকের বিরুদ্ধে সন্ত্রাসবাদে উসকানির অভিযোগের কোন প্রমাণও পাওয়া যায়নি বলে জানিয়েছে ভারতের মহারাষ্ট্র স্টেইট ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট (এসআইডি)।

মঙ্গলবার সংস্থাটি জানায়, দেশে ফিরলে তাকে গ্রেফতার করা হবে না এবং তাকে গ্রেফতারের কোন কারণও নেই।

এসআইডি’র সিনিয়র এক কর্মকর্তার বরাত দিয়ে দ্যা হিন্দু জানায়, মহারাষ্ট্র স্টেইট ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট জাকির নায়েকের বিরুদ্ধে কোন ধরণের সন্ত্রাসবাদের প্রমাণ পায়নি।

প্রাথমিক তদন্তের অংশ হিসেবে ভারতে এবং ভারতের বাইরে দেওয়া জাকির নায়েকের শত শত বক্তৃতার ইউটিউব ভিডিওসহ অন্যান্য তথ্যাদি পরীক্ষা করেছে সংস্থাটি। হায়দ্রাবাদের গোয়েন্দা সংস্থাসহ অন্যান্য গোয়েন্দা সংস্থা থেকে তথ্য উপাত্ত নিয়ে সেগুলিও যাচাই করা হয়েছে। প্রাথমিক তদন্তের পর্যবেক্ষণ উপর মহলকে জানানো হয়েছে বলেও জানান তিনি। একজন সিনিয়ক পুলিশ কর্মকর্তা জানান, ইংরেজীভাষী এই ধর্ম প্রচারকের বিরুদ্ধে কোন অভিযোগেরই প্রমাণ মেলেনি। শুধুমাত্র যে সম্ভাব্য বিষয়টি বিবেচনায় নেয়া যায়, সেটি হলো ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়া।

কিন্তু সেটিও তার বক্তৃতা থেকে প্রমাণ করা সম্ভব না। আমরা তার গতিবিধি নজরে রেখেছি। যদি তিনি তার অবস্থান থেকে কখনও সরে যান, কেবলমাত্র তখনই তার বিরুদ্ধে কোন অভিযোগ আনা সম্ভব। আপাতত, আমরা শুধু পর্যবেক্ষণে রেখেছি তাকে।

জাকির নায়েকের সাবেক এক সহকর্মীর বক্তব্যও পর্যবেক্ষণ করা হয়েছে বলে জানান এসআইডি কর্মকর্তা। ওই ব্যক্তি এখন আর জাকির নায়েকের সঙ্গে কাজ করেন না।

তিনি বলেছিলেন, বক্তৃতা থেকে প্রাপ্ত অর্থ জাকির নায়েক শেয়ারবাজারে বিনিয়োগ করেন। শেয়ারবাজারে লাভের জন্যই তিনি ‘বক্তৃতা বাণিজ্য’ চালিয়ে যাচ্ছেন।’ কিন্তু শেয়ারবাজারে বিনিয়োগ কোন অপরাধ হতে পারে না বলেও জানান ওই গোয়েন্দা কর্মকর্তা। সুত্র- ডেইলী সিলেট ডটকম

Exit mobile version