Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জাতির জনকের আত্মারশান্তি কামনায় জগন্নাথপুর কেন্দ্রীয় মন্দিরে বিশেষ প্রার্থনা

স্টাফ রিপোর্টার:: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যু বার্ষিকী জাতিয় শোক দিবস উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের নিহত সকল সদ্যসের আত্মার শান্তি কামনা করে জগন্নাথপুর জগন্নাথ জিউর কেন্দ্রীয় শ্রীমন্দির প্রাঙ্গনে এক বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হয়। প্রার্থনা সভায় সর্বস্তরের সনাতন ধর্মালম্বীরা উপস্থিত ছিলেন। ১৫ আগষ্ট সন্ধ্যায় সর্বজনীন জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা শেষে এ প্রার্থনা অনুষ্ঠিত হয়। জগন্নাথপুর সর্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদের আহ্বায়ক হীরা মোহন দেবের সভাপতিত্বে ও জগন্নাথ জিউর শ্রীমন্দির কেন্দ্রীয় কমিটির সেক্রেটারী বিজন কুমার দেব এর পরিচালনায় এতে বক্তব্য রাখেন, হিন্দু সম্প্রদায়ের নেতা সমর চন্দ্র দে, সমীর মোহন দে, নিশীকান্ত রায়, সুধাংশু শেখর রায় বাচ্চু, প্রনব কুমার বণিক, সতীশ গোস্বামী, প্রদীপ সূত্রধর, প্রজেশ গোপ, জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, অমিত দেব,দেবাশীষ তালুকদার,শশী কান্ত গোপ,প্রদীপ দে, অরূপ সরকার,কল্যান কান্তি রায় সানী,সুজিত কুমার দে, সুরাই দাশ,গনেশ রায়,অরুন দাস প্রমুখ। সভায় সর্বসন্মতিক্রমে হিরা মোহন দেবকে আহ্বায়ক ও দেবাশীষ তালুকদারকে সদস্য সচিব করে সর্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদ গঠন করা হয়। পরে জাতির জনক বঙ্গবন্ধু শেথ মুজিবুর রহমান সহ ৭৫ সালের ১৫ ই আগষ্ট নিহত সকল সদস্যর আত্মার শান্তি কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।

Exit mobile version