Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জাতির জনক বঙ্গবন্ধুর জন্ম না হলে এ দেশ স্বাধীন হতনা: কেয়া চৌধুরী এমপি

নবীগঞ্জ প্রতিনিধি::
সিলেট-হবিগঞ্জ আসনের সংরক্ষিত আসনের এমপি আমাতুল কিবরিয়া কেয়া চেšধুরী বলেছেন, ১৭ মার্চ বাঙালি জাতির জীবনের এক আনন্দের দিন। এই দিনে গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্ম গ্রহণ করেছিলেন। বঙ্গবন্ধুর জন্ম না হলে এ দেশ স্বাধীন হতনা। তিনি বলেন, বঙ্গবন্ধু একজন মহান রাষ্ট্র নায়ক ছিলেন। যিনি রাষ্ট্র পরিচালনার প্রথম ভাগেই ৩৬ হাজারেরই বেশী প্রাথমিক বিদ্যালয় জাতীয় করণের আওতায় নিয়ে এসেছিলেন এবং প্রজন্ম থেকে প্রজন্মেরর কাছে বার্তা পৌছে দেওয়া হয় যে, শিক্ষাই জাতীর মেরু দন্ড। তিনি শিক্ষক/শিক্ষিকাদের উদ্দ্যেশে বলেন, আপনারা শ্রেণি কক্ষে মনোযোগ সহকারে নিজের আর্দশকে বাস্তবায়ন করবেন। সব সময় মনে করবেন আপনাদের সামনে যে শিক্ষার্থরা রয়েছে তারা আপনাদের সন্তান। তাহলেই আমরা হবো আত্মত্যাগী। গতকাল শনিবার ১৭মার্চ সোমবার দুপুরে আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্ম বার্ষিকী ও শিশু দিবস উদযাপন অনুষ্টানে প্রধান অতিথির বক্তৃতায় উপরোক্ত কথাগুলো বলেন। আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ গর্ভনিং বডির সভাপতি হাজী সুহুল আমিনের সভাপতিত্বে প্রভাষক মো: ইকবাল বাহার তালুকদার, সহকারী প্রভাষক শাহীনা আক্তার ও ফাতেমা মুতালেব তালুকদার এর যৌথ পরিচালনায় অনুষ্টানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন, সহকারী শিক্ষক নুর হোসেন, গীতা পাঠ করে উক্ত প্রতিষ্টানের ছাত্রী একা রাণী ধর। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক অনুজ কুমার দেব, আউশকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মুহিবুর রহমান, উপজেলা আওয়ামীলীগ নেতা মুজিবুর রহমান কাজল, স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক লুৎফুর রহমান, গর্ভনিং বডির সভাপতি হাজী সুহুল আমিন, সদস্য ও আওয়ামীলীগ নেতা আব্দুল হাকিম, আব্দুর রকিব, সৈয়দ আনহার আলী প্রমূখ।

Exit mobile version