Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জাতির জনক বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ফেসবুকে কটুক্তির অভিযোগে জগন্নাথপুর থানায় তথ্য প্রযুক্তি আইনের প্রথম মামলার সাক্ষ্য গ্রহণ শুরু

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক:: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটুক্তি করে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করার ঘটনায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে জগন্নাথপুর থানায় দায়েরকৃত প্রথম মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। রাজধানীর সাইবার ট্রাইব্যুনাল আদালতে আজ মামলার অন্যতম চার সাক্ষী স্বাক্ষী দিবেন। সাক্ষীরা হলেন, জগন্নাথপুর উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম রিপন,উপজেলা আওয়ামীলীগের বর্তমান সহ-দপ্তর সম্পাদক সাবেক যুবলীগ নেতা মাছুম আহমদ, উপজেলা ছাত্রলীগ নেতা সাফরোজ ইসলাম মুন্না ও ছাত্রলীগ নেতা আবু হেনা রণি। মামলার বিবরনে জানা যায়, ছাত্রলীগ নেতা আবু হেনা রণির ফেসবুক আইডিতে পৌর এলাকার কেশবপুর গ্রামের মিয়াফর আলীর ছেলে আজিজ খান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটুক্তি করে আপত্তি করে মন্তব্য লিখে ফেসবুকে ষ্ট্যাটার্স দেয়। বিষয়টি সামাজিক যোগাযোগের জনপ্রিয় মাধ্যম ফেসবুকের মাধ্যমে প্রচার হলে স্থানীয় রাজনৈতিক মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। যার প্রেক্ষিতে জগন্নাথপুর থানা পুলিশ তথ্য প্রমানের ভিত্তিতে আপত্তিকর মন্তব্যকারী আজিজ খানকে গ্রেফতার করে ২০১৪ সালের ৫ সেপ্টেম্বর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা দায়ের করেন। মামলাটি পরবর্তীতে সুনামগঞ্জ থেকে ঢাকা সাইবার ট্রাইব্যুনাল আদালতে স্থান্তারিত হয়ে বিচার কার্য্য শুরু হয়। বর্তমানে মামলাটি সাক্ষ্য গ্রহনের প্রক্রিয়ায় রয়েছেন। মামলার অন্যতম সাক্ষী হিসেবে রয়েছেন জগন্নাথপুর থানার তৎকালীন ওসি আসাদুজ্জামান ও এস.আই লুৎফুর রহমান।আজ তাদেরও সাক্ষী দেয়ার কথা রয়েছে। জানা যায় বর্তমানে আসামি আজিজ খান পলাতক রয়েছে।

Exit mobile version