Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জাতিসংঘের অধিবেশনে কুলাউড়ার স্কুল ছাত্রী মনির ভাষণ

সিলেট সংবাদদাতা: জাতিসংঘের সাধারণ পরিষদের ৭০তম অধিবেশনে “সেভ দ্য চিলড্রেন” সেমিনারে বাল্যবিবাহ নিয়ে বক্তব্য দিলো মৌলভীবাজারের কুলাউড়ার স্কুলছাত্রী মনি বেগম। শনিবার সেভ দ্যা চিলড্রেন ইন বাংলাদেশের ফেসবুক পেজে মনি বেগমের বক্তব্যের একটি ছবি প্রকাশ করা হয়।
গত তিন বছর ধরে মনি বাল্যবিবাহের ভয়াবহতা এবং মা ও শিশু স্বাস্থ্য বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে আসছে।
প্রসঙ্গত, মনি বেগম মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের ঘড়গাও গ্রামের মরম মিয়ার মেয়ে। সে সুলতানপুর বালিকা উচ্চবিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী। বড় হয়ে মনি একজন পাইলট হতে চায়। জাতিসংঘের সাধারণ অধিবেশনে বিশ্বের আরও ১৯ শিশু প্রতিনিধির সঙ্গে সাক্ষাৎ করবে সে।
শনিবার জাতিসংঘে শান্তিতে নোবেল পাওয়া মালালা ইউসুফ জাইও একটি সেশনে বক্তব্য দেয়।

Exit mobile version