Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় রাজশাহী বিভাগকে হারিয়ে ফাইনালে ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয়

স্টাফ রিপোর্টার:: জাতীয় মাধ্যমিক স্কুল বিতর্ক প্রতিযোগিতা “বিতর্ক বিকাশ” এর সেমিফাইনাল গতকাল ২০ আগস্ট রোববার ঢাকার এফসিডি হলরুমে ডিবেট ফর ডেমোক্রেসি’র চেয়ারম্যান হাসান আহমদ চৌধুরী কিরণের পরিচালনায় অনুষ্ঠিত হয়।

উক্ত সেমিফাইনালে রাজশাহী বিভাগের চ্যাম্পিয়ন দল পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার মানিকনগর বালিকা উচ্চ বিদ্যালয়কে হারিয়ে প্রতিযোগিতার ফাইনালে উঠেছে সিলেট বিভাগের চ্যাম্পিয়ন দল সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয়।

অনু্ষ্ঠানে এনটিভির বার্তা সম্পাদক ও ব্র্যাকের পরিচালকবৃন্দ সহ উপস্থিত ছিলেন ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ বদরুল ইসলাম, প্রধান শিক্ষক মোঃ আঃ জাহের, শিক্ষানুরাগী এম এম সুহেল, প্রভাষক জাহিদ হাসান সহ অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিবর্গ।
প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র/ছাত্রীরা হলো ঋতু (দলনেতা), শরিফা, বুশরা, আহাদ ও সালমান।
ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ বদরুল ইসলাম জগন্নাথপুর ‍টুয়েন্টিফোর ডটকমকে বিদ্যালয়ের সফলতার তথ্য নিশ্চিত করে ফাইনালে বিজয়ী হতে সকলের নিকট দোয়া চেয়েছেন।

Exit mobile version