Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জাতীয় শিশু ও বঙ্গবন্ধুর জন্ম দিবস উপলক্ষে জগন্নাথপুরে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্টিত

স্টাফ রিপোর্টার :: জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্ম দিবস উপলক্ষে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে এক বর্নাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৯ টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূষ্প স্তবক অর্পন করা হয়। পুস্প স্তবক অর্পন শেষে উপজেলা পরিষদ চত্বর থেকে প্রশাসনের কর্তকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক নেতৃবৃন্দ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্টানের শিক্ষক, শিক্ষার্থীসহ সর্ব স্তরের সহ¯্রাধিক লোকজনের অংশ গ্রহনে এক বর্নাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামীম আল ইমরানের সভাপত্বিতে ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীনের পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান ভূইয়া, মৎস্য কর্মকর্তা ওয়াহিদুল আবরার, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) শ্যামল চন্দ সরকার, প্রেসক্লাব সভাপতি শংকর রায়, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আব্দুল হক, শিক্ষক মইন উদ্দিন, নোমান আহমদ, বাপ্পি দে, সালেহা পারভীন, শিক্ষার্থী বিশাল কৃষ্ণ দাশ, মাহিদুল ইসলাম প্রমুখ।

শেষে চিত্রাংকন প্রতিযোগিতায় অংশ নেয়া বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়।

Exit mobile version