Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জাতীয় শোক দিবস উপলক্ষে জগন্নাথেপুরে আ’লীগের আলোচনা সভা

স্টাফ রিপোর্টার ::
জাতীয় শোক দিবস উপলক্ষে জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগি সংগঠনের উদ্যোগে বিভিন্ন কর্মসুচীর মধ্য দিয়ে দিবসটি পালন করেছেন। সকাল ১০টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্প স্তবক অর্পন করা হয়। পরে দুপুরে আব্দুস সামাদ আজাদ অডিটরিয়ামে উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আকমল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য এম,এ মান্নান। প্রধান অতিথির বক্তব্যে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম,এ মান্নান বলেন, আজ বেদনার এক দিন। এই দিনে জাতীয় পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের লোকজনকে নিষ্টুরভাবে হত্যা করে ঘাতকরা। জাতী আজ শোহাকত। শোককে শক্তিতে রূপান্তরিত করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা নির্মিনে কাজ করতে হবে। তিনি বলেন, হাওরের ফসল ডুবির ঘটনায় যেভাবে সরকারের পাশাপাশি আপনার কাজ করেছেন। এমননিভাবে বন্যার্থতের পাশে থাকার জন্য তিনি দলীয় নেতাকর্মীদের আহবান জানান।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি প্রবীণ আওয়ামীলীগ নেতা সিদ্দিক আহমদ, জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি নুরুল ইসলাম, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারন সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মোশাহিদ, আব্দুল মালিক, আনহার মিয়া, যুগ্ম সম্পাদক সুজিত কুমার রায়, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, প্রচার সম্পাদক আব্দুল জব্বার, দপ্তর সম্পাদক ছাদিকুর রহমান ছাদেক, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মুজিবুর রহমান মুজিব, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্দুল কাদির, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আবু তাহের মোহন, সহ-প্রচার সম্পাদক ফিরোজ আলী, সহ-দপ্তর সম্পাদক মাছুম আহমদ, পৌর আওয়ামী লীগের সভাপতি ডা: আব্দুল আহাদ, সাধারন সম্পাদক ইকবাল হোসেন ভুইয়া, যুগ্ম সম্পাদক জেলা পরিষদ সদস্য মাহতাবুল হাসান সমুজ, সাংগঠনিক সম্পাদক শশীকান্ত গোপ, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক আব্দুল হাই, উপজেলা কৃষকলীগের সভাপতি আফছর উদ্দিন ভুইয়া, উপজেলা শ্রমিকলীগ সভাপতি নুরুল হক, কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফখরুল ইসলাম, সাধারন সম্পাদক দিপাল কান্তি দে দ্বীপাল, পাটলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জমশেদ মিয়া তালুকদার, সাধারন সম্পাদক মনু মোহাম্মদ মতছির, রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সুন্দর আলী, সাধারন সম্পাদক ডা: ছদরুল ইসলাম, পাইলগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আপ্তাব উদ্দিন, সাধারন সম্পাদক আব্দুল তাহিদ, মীরপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জমির উদ্দিন, মীরপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বাবুল মিয়া, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, সহ-সভাপতি মাহবুবুর রহমান মাহবুব, এম ফজরুল ইসলাম, সাইফুল ইসলাম রিপন, পৌর কাউন্সিলার দিলোয়ার হোসাইন, সাধারন সম্পাদক আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলার গিয়াস উদ্দিন মুন্না, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম মুন্না, সাধারন সম্পাদক রুমেন আহমদ, সহ-সভাপতি সায়মন হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক তোহা চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ফরহাদ আহমদ, প্রচার সম্পাদক সজিব রায় দুর্জয়, কলেজ ছাত্রলীগ নেতা হাসান আদিল, মাছুন আহমদ, রনি আহমদ, জুনেদ আহমদ, রনি রাজ, মতিউর রহমান, নিজাম উদ্দিন, রিপন আহমদ, রায়হান, সুমেল আহমদ, তারেক আহমদ, সুমন আহমদ, লিটন, ছাদেক, শাহরিয়ান, রায়হান, আল-রাহি প্রমূখ। পরে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা নিজাম উদ্দিন জালালী।

Exit mobile version