Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জাপা কার্যালয় থেকে ৪৩ লাখ টাকা চুরি

জগন্নাথপুর২৪ ডেস্ক::

জাতীয় পার্টির (জাপা) বনানীর অফিসের তালা ভেঙে ৪৩ লাখ টাকা চুরি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

সোমবার রাতের কোনো এক সময় কার্যালয়ের তালা ভেঙে এসব টাকা চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

বনানীর ১৭/এ সড়কের ৭৫ নম্বর বাড়িতে জাতীয় পার্টির কার্যালয়টি। এখানে অফিস করেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদ।

হুসেইন মুহম্মদ এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী চুরির বিষয়টি নিশ্চিত করে বলেন, বেতন ও বিভিন্ন অনুষ্ঠানের জন্য অফিসে ৪৩ লাখ টাকা ছিল। দুর্বৃত্তরা চেয়ারম্যানের ব্যক্তিগত কর্মকর্তা জাহাঙ্গীর আলমের রুমের তালা ভেঙ্গে টাকাগুলো নিয়ে গেছে। এছাড়া আরও তিনটি রুমের তালা ভাঙ্গা হয়েছে। খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ।

বনানী থানার উপপরিদর্শক (এসআই) মোখলেসুর রহমান বলেন, ভবনের সামনের গেটের তালা ঠিক থাকলেও ভেতরের তালা ভাঙ্গা। দুজন গার্ড থাকে ভবনে। আমরা তাদের জিজ্ঞাসাবাদ করছি। তবে জাতীয় পার্টি থেকে এখনও কেউ লিখিত অভিযোগ করেনি। তারা ফোনে জানিয়েছেন।

Exit mobile version