Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জামালগঞ্জে বিদ্যুৎ সাবেস্টশন কেন্দ্র হবে -এমপি রতন

জামালগঞ্জ প্রতিনিধি::
সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন বলেন, হাওরের মানুষের কাছে আসলে আমার মন ভরে যায়। সহজ সরল মানুষের মুখে আমি সব সময় হাসি দেখতে চাই। হাওরবাসীর উন্নয়নের জন্য জননেত্রী শেখ হাসিনার কাছে গেলে খালি হাতে ফিরে আসি না। ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে যাবে। বিদ্যুতের আলোয় আলোকিত হবে হাওরের প্রতিটি জনপদ।
তিনি বলেন, জামালগঞ্জে খুব দ্রæত বিদ্যুৎ সাবস্টেশন ও বেহেলী ইউনিয়নে বিদ্যুৎ অভিযোগ কেন্দ্র করা হবে। জামালগঞ্জে মৎস ও হাঁস-মুরগি প্রজনন কেন্দ্র করা হবে। হাওরের জলরাশি দেখতে শহর থেকে আসবে মানুষ। তাই এই অঞ্চলের উন্নয়নে উড়াল সেতু, জামালগঞ্জ – সাচনা সেতু নির্মাণের কাজ অচিরেই শুরু হবে। তিনি হরিণাকান্দী গ্রামে কবরস্থান, ঈদগাহ ও খেলার মাঠ, বন্যা আশ্রয়কেন্দ্র্র, বেহেলী উচ্চ বিদ্যালয়ে একাডেমীক ভবন ও ছাত্র হোস্টেল নির্মাণের প্রতিশ্রæতি দেন।
শনিবার সকাল ১০টায় জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউনিয়নের হরিনাকান্দী মাদ্রাসা মাঠে ২০ গ্রামের বিদ্যুৎ উদ্বোধন উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
বেহেলী ইউনিয়ন চেয়ারম্যান অসীম চন্দ্র তালুকদার’র সভাপতিত্বে এবং বেহেলী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক
গোলাম সারোয়ার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মোহাম্মদ আলী, সহ সভাপতি ও জেলা পরিষদ সদস্য হাজী আব্দুল মুকিত চৌধুরী, সাধারণ সম্পাদক এম নবী হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আশরাফুজ্জামান, সুনামগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতির এজিএম মো. আব্দুল বাসিদ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিতেন্দ্র তালুকদার পিন্টু, সেলবরষ ইউনিয়ন চেয়ারম্যান মো. নূর হোসেন, উপজেলা আওয়ামীলীগ নেতা আসাদ আল আজাদ, জেলা যুবলীগের সদস্য আবুল আজাদ।
বক্তব্য রাখেন বেহেলী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নির্মল্য কান্তি রায় সসীম, সাবেক ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর আলম, বেহেলী যুবলীগের সভাপতি তোফায়েল আহমদ মাছুম প্রমুখ।
উল্লেখ্য, ১০ কোটি ৬৮ লাখ ৫৭ হাজার টাকা ব্যয়ে ১৫৮৬ জন গ্রাহক ও ২৬টি দাতব্য প্রতিষ্ঠানকে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে।
এদিকে বিকাল ৫ টায় উপজেলা হল রুমে পানি সম্পদ অধিদপ্তরে আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিৎ দেব’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন এমপি, বিশেষ অতিথির বক্তব্য রাখেন নির্বাহী প্রকৌশলী (১) মোঃ সবিবুর রহমান, এলজিইডি নির্বাহী প্রকৌশলী মোঃ মাহবুব আলম, উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) বীনা রানী তালুকদার।
এসময় উপস্থিত ছিলেন উপ বিভাগীয় প্রকৌশলী মোঃ সাজ্জাদ আহমেদ দিনার, ইমরান হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আলী, জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইফুল আলম, চেয়ারম্যান করুনা সিন্ধু তালুকদার, সাজ্জাদ মাহমুদ সাজিব, অসীম চন্দ্র তালুকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহবুবুল কবির, প্রাথমিক শিক্ষা অফিসার মো. শরীফ উদ্দিন, প্রকল্প কর্মকর্তা মো. এরশাদ হোসেন, সহকারী প্রকৌশলী আনিছুল হক, উপসহকারী প্রকৌশলী রেজাউল কবির, জনসাস্থ্য প্রকৌশলী রাম কুমার সাহা, কৃষি সম্সারণ অফিসার হাবিবুর রহমান, প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আবুল কাশেম প্রমুখ।

Exit mobile version