Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জামিন পেলেন ইভ্যালির রাসেল

জগন্নাথপুর২৪ ডেস্ক::

বিতর্কিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল চেক প্রতারণার পৃথক নয়টি মামলায় জামিন পেয়েছেন।

আসামির আবেদনের ওপর শুনানি নিয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত বৃহস্পতিবার এ আদেশ দেন।

রাসেলের আইনজীবী আহসান হাবীব এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাসেল গ্রেফতার হওয়ার পর অনেক গ্রাহক বাদী হয়ে থানা ও আদালতে মামলা করেছেন। এখন পর্যন্ত রাসেল ১০টি মামলায় জামিন পেয়েছেন। রাসেলের বিরুদ্ধে আরও তিনটি মামলা রয়েছে। সেসব মামলায় রাসেল জামিন পাননি।

অর্থ আত্মসাতের অভিযোগে এক গ্রাহকের করা মামলায় গত বছরের ১৭ সেপ্টেম্বর রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে মো. রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনকে গ্রেফতার করে র‌্যাব। এরপর ঢাকাসহ বিভিন্ন জেলায় প্রতারণার অভিযোগে তাদের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়েছে। মামলাগুলো তদন্তাধীন।

উল্লেখ্য, গত ৬ এপ্রিল শামীমা নাসরিন সব মামলায় জামিন পেয়ে কারামুক্ত হয়েছেন।

 

Exit mobile version