Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জালে উঠল ১২৫ কেজি ওজনের মাগুর মাছ

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: বাঁশের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে বিশাল মাছ নিয়ে যাচ্ছে চার জন। তাদের ঘিরে মহা উৎসাহে চলেছে গ্রামবাসী। এমন ছবি দেখে হতবাক বন বিভাগের কর্তারা। এত বড় মাছ এল কোথা থেকে?

গ্রামবাসীরা জানিয়েছে, নদীতে মাছ ধরার সময় ধরা পড়েছে ওই বিশাল মাগুর। যার ওজন প্রায় ১২৫ কেজি। ওই দানব মাগুরই গ্রামে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠে। খবর জি নিউজের।

সম্প্রতি দৈত্যাকৃতির এ মাছ ধরা পড়ে ভারতের উত্তরাখণ্ডের ম্যানিলা গ্রামে। রাতে গোটা গ্রামবাসী মিলে ভোজও হয় সেখানে।

স্থানীয় ফরেস্ট রেঞ্জের এক কর্তা জানিয়েছেন, করবেট জাতীয় উদ্যানের কাছে রামগঙ্গা নদীতে বৃহৎ ওই মাগুরের সন্ধান মেলে।

মাছটির দৈর্ঘ্যে প্রায় দুই মিটারের কাছাকাছি। মাগুরের অন্যান্য প্রজাতির থেকে ওজনে প্রায় দ্বিগুণ। সাধারণত খুব বড় পুকুর বা নদীতেই এদের দেখা মেলে। বর্ষাকালে ডিম পাড়ার জন্য এরা পাড়ের কাছাকাছি চলে আসে।

Exit mobile version