Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জিপিএ-৫ নেই,জগন্নাথপুরের সাত কলেজে- হতাশ উপজেলাবাসী

স্টাফ রিপোর্টার:: বৃহস্পতিবারের প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলে জগন্নাথপুরের কোন কলেজ প্রতিষ্ঠান থেকে একটিও জিপিএ-৫ না আসায় উপজেলাবাসী হতাশ হয়েছেন। এবারের এইচএসসি পরীক্ষায় উপজেলার সাতটি কলেজ প্রতিষ্ঠান থেকে ৯৯১ শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে কৃতকার্য হয়েছে ৪৯৪ জন। অকৃতকার্য হয়েছেন ৪৯৭ জন শিক্ষার্থী। এইচ এসসি পরীক্ষর ফলাফলে দেখা যায়, জগন্নাথপুর ডিগ্রি কলেজে থেকে মোট ৪৪৯ শিক্ষার্থী অংশ নিয়ে পাশ করে ৪৫. ৪৩% ভাগ শিক্ষার্থী। সৈয়দপুর আর্দশ কলেজে থেকে ১০৬ জন শিক্ষার্থী অংশ নেয় পাশের হার ৩৭.৭৪% । শাহজালাল মহাবিদ্যালয় থেকে ১৮০ জন শিক্ষার্থী অংশ নিয়ে পাশের হার ৭০%। রানীগঞ্জ কলেজে থেকে ৯২ জন শিক্ষার্থী অংশ নেয় এবং পাসের হার ৫২.১৭% ষড়পল্লি স্কুল এন্ড কলেজ থেকে ৭৫ জন শিক্ষার্থী অংশ নেয়। পাসের হার ২৪.০০%। নয়াবন্দর স্কুল ও কলেজ থেকে ৬৩ জন শিক্ষার্থী অংশ নেয়। পাসের হার ৬৬.৬৭% শ্রীরামসী হাইস্কুল ও কলেজ থেকে ২৬ জন শিক্ষার্থী অংশ নেয় এবং পাসের হার ৬১.৫৪ শতাংশ। সাতটি মহাবিদ্যালয় থেকে এবার কোন শিক্ষার্থী জিপিএ-৫ পায়নি। ফলে উপজেলাবাসী হতাশ হয়েছেন।

Exit mobile version