Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জীবিকার জন্য শিক্ষা নয় জীবনের জন্য শিক্ষা গ্রহণ করতে হবে-মুক্তাদীর আহমদ মুক্তা

রানীগঞ্জ কলেজে ওরিয়েন্টশন ক্লাস
আজিজুর রহমান আজিজ ::জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা বলেছেন, জীবিকার জন্য শিক্ষা নয়,জীবনের জন্য শিক্ষা গ্রহন করতে হবে। শিক্ষার্থীদেরকে মানবিক মূল্যবোধে জাগ্রত হয়ে মুক্তিযুদ্ধের চেতনায় বিকশিত হতে হবে। ধর্মান্ধতা,কুসংষ্কার ও কুপমন্ডকতার বিরুদ্ধে বিজ্ঞান মনস্ক যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। বর্তমানে আমাদের দেশে শিক্ষার হার বেড়েছে। ডিজিটাল বাংলাদেল গড়তে শিক্ষার সাথে সাথে তথ্য-প্রযুক্তিগত শিক্ষা আহরন করতে হবে। বিশ্ব প্রতিযোগীতায় ঠিকতে হলে সুশিক্ষার বিকল্প নেই। তাই শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে স্বাধীনতার চেতনায় উজ্বীবিত হয়ে জ্ঞান অর্জন করতে হবে। তিনি বুধবার জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ কলেজে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে নবাগত ছাত্র-ছাত্রীদের ওরিয়েন্টশন ক্লাস উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও রানীগঞ্জ কলেজের পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মজলুল হক এর সভাপতিত্বে ও কলেজের অফিস সহকারী মিছলুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রানীগঞ্জ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলাউর রহমান ঠাকুর,অধ্যাপক সামির সুলতান চৌধুরী,আবু খালেদ, রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সামাদ,বিশিষ্ট শিক্ষানুরাগী কলেজ পরিচালনা কমিটির সদস্য হাজী মকবুল হোসেন, মাওলানা নিজাম উদ্দিন জালালী, কলেজের দ্বাদশ শ্রেনীর শিক্ষার্থী ওমর ফারুক,আফরোজা আক্তার রুজি প্রমুখ।
পরে কলেজের দুই শতাধিক শিক্ষার্থীর হাতে মুক্তিযুদ্ধের ইতিহাস সংবলিত বই তুলে দেন প্রধান অতিথি উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তাসহ অতিথিবৃন্দ।

Exit mobile version