Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জেলা আওয়ামীলীগের কমিটিতে জগন্নাথপুরে সিরাজ আর তাহিরপুরে নিজাম নিয়ে চলছে বিভ্রান্তি

বিশেষ প্রতিনিধি:: জেলা আওয়ামীলীগের কমিটিতে জগন্নাথপুর উপজেলায় সিরাজুল ইসলাম ও তাহিরপুর উপজেলায় নিজাম উদ্দিনের নাম নিয়ে বির্তকের সুরাহা হয়নি।
জেলা আয়ামীলীগের সভাপতি ও সাধারন সম্পাদক সুরাহা না দিয়ে নিজেদের পছন্দের নাম একেক বার একেক জনের নিকট প্রকাশ করায় বিভ্রান্ত বাড়ছে। এদিকে জগন্নাথপুরে দুই সিরাজ ও তাহিরপুরে দুই নিজামের সমর্থকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে জোর প্রচারনা চালিয়ে যাওয়ায় নেতাকর্মীরা বিভ্রান্তে পড়েছেন।জানা গেছে জেলা আওয়ামীলীগের কমিটি ঘোষনার পর সিরাজুল ইসলামের নাম সদস্য পদে দেখা যায়। তিনি জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক।অপরদিকে জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি সিরাজুল হক কে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের পক্ষথেকে জানানে হয় তিনিই সদস্য।ভুলবশত সিরাজুল হক এর পরিবর্তে সিরাজুল ইসলাম লেখা হয়েছে। যদিও জেলা আওয়ামীলীগ সভাপতি মতিউর রহমান কলকলিয়া ইউনিয়নের সিরাজুল ইসলামই সদস্য বলে গনমাধ্যম কে জানিয়েছেন। দুই সিরাজুলের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে প্রচারনা।একইভাবে তাহিরপুর উপজেলায় নিজাম উদ্দিন নিয়ে চলছে একই খেলা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের দাবি সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীনের ছেলে নিজাম উদ্দীনই জেলা আওয়ামীলীগের সদস্য।অপরদিকে স্হানীয় সাংসদ মোয়াজ্জেম হোসেন রতনের দাবী এ নিজাম নয় তাঁর অনুসারী নিজাম উদ্দীন জেলা আওয়ামীলীগের সদস্য।দুজনের সমর্থকরাই চালাচ্ছেন প্রচারনা।

Exit mobile version