Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জেলা আ.লীগের পূর্ণাঙ্গ কমিটি : কমিটিতে স্থান পেতে সাবেক ছাত্রনেতাদের লবিং

স্টাফ রিপোর্টার ::নেতাকর্মীদের মধ্যে আলোচনা চলছে যে কোন দিন জেলা আওয়ামী লীগের কমিটি হচ্ছে। ইতিমধ্যে কেন্দ্রে পৃথকভাবে দুটি কমিটি জমা দিয়েছেন জেলা আ.লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। অপেক্ষায় থাকা কমিটিতে স্থান পেতে মুখিয়ে আছেন সুনামগঞ্জের সাবেক প্রায় দুই ডজন ছাত্রনেতা।
গত বছরের ২৫ ফেব্রুয়ারি জেলা আ.লীগের সম্মেলন অনুষ্ঠত হয়। দীর্ঘ ১৮ বছর পর সম্মেলনে সদর আসনের সাবেক এমপি মতিউর রহমান সভাপতি ও সাবেক জেলা পরিষদ প্রশাসক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন সাধারণ সম্পাদক নির্বাচিত হন। দীর্ঘ দেড় বছর পরে পূর্ণাঙ্গ কমিটি গঠনের উদ্যোগ নিয়েছেন জেলা আ.লীগের দুই কা-ারি। তবে তাদের মধ্যে কিছুটা দূরত্ব থাকায় এই দুই নেতা পৃথকভাবে দুটি প্রস্তাবিত কমিটি কেন্দ্রে জমা দিয়েছেন। এই দুই কমিটি থেকে বাছাই করেই পূর্ণাঙ্গ কমিটি হবে। এদিকে, কমিটিতে ঢুকতে মুখিয়ে আছেন সাবেক প্রায় দুই ডজন ছাত্রনেতা। যাদের অধিকাংশই সাবেক ছাত্রলীগ নেতা। তারা স্থানীয় রাজনীতিতে জেলা আ.লীগের সভাপতি মতিউর রহমান, সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন, জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট ও পৌর মেয়র আয়ূব বখত জগলুলের অনুসারী।
সাবেক ছাত্রনেতাদের মধ্যে যারা আলোচনায় রয়েছেন তারা হলেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিতেন্দ্র তালুকদার পিন্টু, সাবেক সভাপতি আক্তারুজামান সেলিম, মণীষ কান্তি দে মিন্টু, অমল কান্তি চৌধুরী হাবুল, আতিকুল ইসলাম আতিক, তনুজ কান্তি দে, সাধারণ সম্পাদক রিভু সেন, কল্লোল তালুকদার, আবুল আজাদ রোমান, নূরে আলম সিদ্দিকী উজ্জ্বল, সাবেক সহ-সভাপতি মাহবুব হাসান সাদি, মাজহারুল ইসলাম, গৌতম বণিক, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য শামীম আহমেদ চৌধুরী, অ্যাড. ছায়াদ, শাহরিয়ার কবির সায়েম, পৌরসভার প্যানেল মেয়র হোসেন আহমদ রাসেল, সুয়েব চৌধুরী, পৌর কাউন্সিলর গোলম সাবেরীন সাবু, আব্দুস শহিদ মুহিত, নিহার রঞ্জন তালুকদারসহ আরো অনেকে। এছাড়া প্রগতিশীল বিভিন্ন দল থেকে আসা সাবেক ছাত্রনেতারাও কমিটিতে স্থান পেতে নানাভাবে তদবির করছেন।
জেলা আ.লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন জানান, সাবেক ছাত্রনেতারা কমিটিতে আসলে শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশের গড়ার কাজ আরো গতিশীল হবে।

Exit mobile version