Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জেলা পরিষদে জগন্নাথপুরের তিন সদস্য সাব্বির,সমুজ ও সাবিনা

স্টাফ রিপোর্টার:: সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে জগন্নাথপুরের তিন বাসিন্দা সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। জগন্নাথপুরের একটি পৌরসভা ও আটটি ইউনিয়নের মধ্যে সাতটি ইউনিয়ন নিয়ে ১১ নং ওয়ার্ড গঠিত হয়।এ ওয়ার্ডে শুধুমাত্র জগন্নাথপুরের তিন ব্যক্তিই প্রার্থী হন। ১১ নং ওয়ার্ডে নির্বাচিত হন জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কৃতি ফুটবলার সৈয়দ সাবির মিয়া ছাব্বির। ১০নং ওয়ার্ডটি জগন্নাথপুর পৌরসভা, কলকলিয়া ইউনিয়ন ও দক্ষিন সুনামগঞ্জ উপজেলার তিন ইউনিয়ন নিয়ে গঠিত। এ ওয়ার্ডে জগন্নাথপুরের দুই জন প্রার্থী হন। অপরদিকে দক্ষিন সুনামগঞ্জের তিন ইউনিয়ন থেকে প্রার্থী হন আরো ছয় জন। কিন্তু সব প্রার্থীকে পরাজিত করে চমক দেখান জগন্নাথপুর পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জগন্নাথপুর পৌর এলাকার ছিক্কা গ্রামের বাসিন্দা মাহাতাবুল হাসান সমুজ।এদিকে জগন্নাথপুর,দক্ষিন সুনামগঞ্জ ও ছাতক উপজেলার একাংশ নিয়ে গঠিত সংরক্ষিত ৪নং ওয়ার্ডে সদস্য নির্বাচিত হন জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের শ্রীধরপাশা গ্রামের সন্তান সিলেট মহানগর মহিলা আওয়ামীলীগ নেত্রী সাবিনা সুলতানা। তিনি বই প্রতীকে ১৩৫ ভোট পেয়ে ছাতক উপজেলার বাসিন্দা রওশনারা বেগম ফুটবল প্রতীককে পরাজিত করে সদস্য নির্বাচিত হন। সংরক্ষিত ৪নং ওয়ার্ড জগন্নাথপুর উপজেলার একটি পৌরসভা ও আটটি ইউনিয়নের পাশাপাশি দক্ষিন সুনামগঞ্জের তিন ইউনিয়ন, ছাতক উপজেলার দুই ইউনিয়ন ও দোয়ারাবাজার উপজেলার তিন ইউনিয়ন নিয়ে গঠিত।জেলা পরিষদে জগন্নাথপুরের তিন সদস্য নির্বাচিত হওয়ায় বিভিন্ন মহলের পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন জানানো হয়। তিন জনই আওয়ামীলীগ পরিবারের সন্তান হিসেবে পরিচিত হওয়ায় আওয়ামীলীগ নেতাকর্মীরাও খুশি। উল্লেখ্য জগন্নাথপুরের এই তিন নির্বাচিত সদস্য সাব্বির,সমুজ ও সাবিনা। তিন জনের নামের আদ্যাক্ষর ‘স’ এবং তিনজনই আওয়ামীলীগ রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত।

Exit mobile version