Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের দুই প্রার্থীর সমর্থনে প্রবাসীরা মাঠে

স্টাফ রিপোর্টার:: সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর উপজেলার প্রবাসীরাও মাঠে নেমেছেন আওয়ামীলীগের দুই হ্যাভিওয়েট প্রতিদ্বন্ধী প্রার্থীর সমর্থনে। অনেকেই প্রবাস থেকে প্রতিদিন নির্বাচনী খোঁজ খবর রাখার পাশাপাশি নিজেদের পছন্দের প্রার্থীর সমর্থনে প্রচারনা চালাচ্ছেন। যদিও জেলা পরিষদ নির্বাচনে দু’জন যুক্তরাজ্য প্রবাসী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধীতা করছেন,কিন্তু শক্ত প্রতিদ্বন্ধিতায় না থাকায় প্রবাসীদের সমর্থন আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ব্যারিষ্টার এম এনামুল কবির ইমন ও জেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল হুদা মুকুটের সমর্থনে। জেলার একমাত্র প্রবাসী অধ্যুষিত উপজেলা হিসেবে স্থানীয় সরকারের সবকটি নির্বাচনে প্রবাসীদের অংশ গ্রহন ও বিশেষ ভূমিকা থাকে।নির্বাচন এলেই প্রবাসীরা দেশে এসে প্রার্থী হন কিংবা পছন্দের প্রার্থীর পক্ষে কাজ করেন। ব্যতিক্রম হয়নি এবার জেলা পরিষদ নির্বাচনেও। প্রবাসীরা চেয়ারম্যান পদে আওয়ামীলীগের দুই প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারনায় অংশ নিতে দেশে এসে মাঠে নেমে প্রচারনা চালাচ্ছেন। আবার অনেকেই দেশে আসার প্রস্তুতি নিয়েছেন। খোঁজ নিয়ে জানা গেছে, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক জেলা পরিষদের সাবেক প্রশাসক ব্যরিষ্টার এম এনামুল কবির ইমনের জন্য মাঠে জোর প্রচারনা চালাচ্ছেন মিডল্যান্ড আওয়ামীলীগ সভাপতি আকমল খানসহ বেশ কয়েকজন যুক্তরাজ্য প্রবাসী আওয়ামীলীগ নেতা। অপরদিকে লন্ডন আওয়ামীলীগ সহ-সভাপতি শফিক আহমদসহ আরো কয়েকজন প্রবাসী আওয়ামীলীগ নেতা জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল হুদা মুকুটের পক্ষে দেশে এসে জোর প্রচারনা চালাচ্ছেন। এছাড়াও আরো অনেক প্রবাসী দেশে এসে তাদের সমর্থিত প্রার্থীদের পক্ষে প্রচারনা চালাচ্ছেন। লন্ডন থেকে নির্বাচনী প্রচারনায় অংশ নিতে খুব শ্রীঘ্রই দেশে আসছেন যুক্তরাজ্য আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ আবুল কাশেম। তিনি জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে জানান, তৃণমুল আওয়ামীলীগের কান্ডারী হিসেবে তিনি জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল হুদা মুকুটের পক্ষে লন্ডন থেকে প্রচারনা চালাচ্ছেন। দেশে এসেও তাঁর পক্ষে প্রচারনা চালাতে প্রস্তুতি নিয়েছেন। তিনি বলেন, নুরুল হুদা মুকুট একজন জনবান্ধন পরিক্ষিত আওয়ামীলীগ নেতা তিনি নির্বাচিত হলে জেলা পরিষদ জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত হবে।
যুক্তরাজ্য আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি আরজ আলী জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, আওয়ামীলীগ ও শেখ হাসিনা মনোনীত প্রার্থী হিসেবে আওয়ামীলীগের সকল নেতাকর্মীদের দলীয় সভানেত্রীর নির্দেশ মেনে ইমনের পক্ষে কাজ করা দরকার। আমরা একজন শিক্ষিত,যোগ্য ও সম্ভাবনাময় রাজনীতিবিদ হিসেবে ইমনকে নির্বাচিত করতে চশমা প্রতীকে ভোট প্রার্থনা করছি। নির্বাচনী প্রচারনায় অংশ নিতে যুক্তরাজ্য থেকে গত এক সপ্তাহ ধরে মাঠে এসে কাজ করছেন মুকুটের পক্ষে লন্ডন প্রবাসী সাজ্জাদুর রহমানসহ আরো অনেকেই অপরদিকে ইমনের পক্ষে দেশে এসে কাজ করছেন যুক্তরাজ্য প্রবাসী শাহ ইয়াওর মিয়াসহ আরো অনেকেই। সময় যত ঘনিয়ে আসছে নির্বাচন নিয়ে তৃণমুলের জনপ্রতিনিধিদের পাশাপাশি প্রবাসীদের উদ্বেগ উৎকন্ঠা যেন আরো বেড়েই চলেছে। প্রবাসীরা সার্বক্ষনিক সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবাস থেকে প্রচারনা চালাচ্ছেন। এখন সময়ের ব্যাপার দেখার অপেক্ষায় কে হচ্ছেন জেলা পরিষদের চেয়ারম্যান ইমন না মুকুট? ২৮ ডিসেম্বর সব প্রশ্নের অবসান হবে।

Exit mobile version