Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জেলা পরিষদ নির্বাচনে জগন্নাথপুরের দুটি ওয়ার্ডে সদস্য পদে যাদের নাম শোনা যাচ্ছে

স্টাফ রিপোর্টার:: ডিসেম্বরে জেলা পরিষদ নির্বাচন। তাই জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীদের পাশাপাশি জেলা পরিষদের সদস্য প্রার্থীরা মাঠে নেমে প্রচারনা শুরু করে দিয়েছেন। একটি পৌরসভা ও আটটি ইউনিয়ন নিয়ে গঠিত জগন্নাপুর উপজেলা ১০ ও ১১ নং ওয়ার্ডের অন্তর্ভূক্ত। ১০ নং ওয়ার্ডে জগন্নাথপুর পৌরসভা, চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন,কলকলিয়া,দরগাপাশা ও পূর্ব বীরগাঁও ও পশ্চিম বীরগাঁও ইউনিয়ন রয়েছে। ১১ নং ওয়ার্ডে জগন্নাথপুর উপজেলার পাটলী,সৈয়দপুর শাহারপাড়া,আশারকান্দি,রানীগঞ্জ,মীরপুর,পাইলগাঁও ইউনিয়ন নিয়ে গঠিত। ছয়টি ইউনিয়ন নিয়ে গঠিত প্রতিটি ওয়ার্ডের ভোটাররা হলেন পৌর মেয়র,কাউন্সিলর,সংরক্ষিত মহিলা কাউন্সিলর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার,সংরক্ষিত মহিলা মেম্বার ও সংশ্লিষ্ট ভোটার এলাকার উপজেলা চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানরা ভোটার হিসেবে ভোটাধিকার প্রয়োগ করে জেলা পরিষদের চেয়ারম্যান,সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য নির্বাচিত করবেন। সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে জগন্নাথপুরের দুটি ওয়ার্ড সহ ১৫ টি ওয়ার্ডে সম্ভাব্য প্রার্থীদের প্রচারণা শুরু হয়েছে।
সম্ভাব্য প্রার্থীরা ব্যানার ফেস্টুন সহ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে প্রচারনা চালাচ্ছেন। জগন্নাথপুর পৌরসভা, চিলাউড়া-হলদিপুর, কলকলিয়া, দরগাপাশা, পূর্ব বীরগাঁও ও পশ্চিমবীরগাঁও ইউনিয়ন নিয়ে গঠিত ১০ নং ওয়ার্ডে জেলা পরিষদের সদস্যপদে যাদের নাম শোনা যাচ্ছে তাঁরা হলেন,পূর্ববীরগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা আব্দুস শহীদ, জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগ প্রচার সম্পাদক আব্দুল জব্বার, সাবেক পৌর কাউন্সিলর সোহেল আমিন, ঠিকাদার মাহাতাবুল হাসান সমুজ। পাইলগাঁও, রানীগঞ্জ, আশারকান্দি, পাটলী, মীরপুর, সৈয়দপুর-শাহাড়পাড়া ইউনিয়ন নিয়ে গঠিত ১১ নম্বর ওয়ার্ডে যাদের নাম শোনা যাচ্ছে তাঁরা হলেন জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আবুল হাসান, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি সৈয়দ ছাবির মিয়া ছাব্বির, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন ও অধ্যক্ষ শিব্বির আহমদ ওসমানীর নাম শোনা যাচ্ছে। এ ওয়ার্ডটি জগন্নাথপুরের ছয়টি ইউনিয়ন নিয়ে গঠিত হওয়ায় নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। অনেক হেভিওয়েট প্রার্থী ও ওয়ার্ডে প্রতিদ্বন্ধীতা করবেন। এ বিষয়ে জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, জেলা পরিষদের নির্বাচনে সদস্য প্রার্থীর বিষয়ে এখনো দলীয়ভাবে কোন সিদ্ধান্ত হয়নি। আমরা কেন্দ্রীয় আওয়ামীলীগ সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি, জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি আমাদের অভিভাবক সিদ্দিক আহমদের সাথে পরামর্শক্রমে দলীয় নেতাকর্মী ও জনপ্রতিনিধিদের মতামত নিয়ে সদস্যপদে আমাদের প্রার্থীতা চুড়ান্ত করব।

Exit mobile version