Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জেলা পরিষদ নির্বাচন জগন্নাথপুরের ১০ ও ১১ নং ওয়ার্ডে ভোট নিয়ে অনিশ্চয়তা, সীমানা নিয়ে হাইকোর্টে রিট

বিশেষ প্রতিনিধি:: জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জসহ দেশব্যাপী যখন চলছে প্রচার প্রচারনা মনোয়নপত্র দাখিল গনসংযোগ ঠিক সেই মুহুতে জগন্নাথপুর উপজেলা ও দক্ষিন সুনামগঞ্জের একাংশ নিয়ে গঠিত দুটি ওয়ার্ডের সদস্যপদে নির্বাচন অনিশ্চয়তা দেখা দিয়েছে। সীমানা সংক্রান্ত বিরোধে জেলার ১০ ও ১১ নং ওয়ার্ডে নির্বাচন স্থগিত রাখতে আদালতের শরনাপন্ন হয়েছেন এক ব্যক্তি। জগন্নাথপুর পৌর এলাকার এক বাসিন্দা হাইকোর্টে এনিয়ে একটি রিট পিটিশন দায়ের করেছেন। তিনি জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন আদালতে শুনানীপূর্বক আদেশের অপেক্ষায় রয়েছে রিট পিটিশনটি। আগামী রোববার এবিষয়ে সিদ্ধান্ত আসতে পারে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। জানা গেছে, জেলা পরিষদ নির্বাচনের প্রাক্কালে সীমানা নির্ধারন করে যখন ওয়ার্ড গঠন করা হয় তখন জগন্নাথপুর পৌরসভা,চিলাউড়া-হলদিপুর,কলকলিয়া ও দক্ষিন সুনামগঞ্জের দরগাপাশা,পূর্ববীরগাঁও ও পশ্চিম বীরগাঁও নিয়ে ১০ নং ওয়ার্ড গঠন করা হয়। ১১ নং ওয়ার্ড গঠন করা হয় জগন্নাথপুর উপজেলার পাটলী,মীরপুর,রানীগঞ্জ,সৈয়দপুর শাহারপাড়া,আশারকান্দি ও পাইলগাঁও ইউনিয়ন নিয়ে। কিন্তু চুড়ান্ত তালিকায় জগন্নাথপুরবাসীর মতামত না নিয়ে চিলাউড়া-হলদিপুর ইউনিয়নকে ১০ নং ওয়ার্ড থেকে বাদ দিয়ে ১১ নং ওয়ার্ডে অন্তভূক্ত করা হয়। ফলে ১০ নং ওয়ার্ডে বর্তমানে ৫ টি ইউনিয়ন নিয়ে ভোট হচ্ছে অপরদিকে ১১ নং ওয়ার্ডে ৭টি ইউনিয়ণ নিয়ে ভোট হচ্ছে। নির্বাচনের দিনক্ষন যত ঘনিয়ে আসছে এদুটি ওয়ার্ডের সদস্য প্রার্থীরাও প্রচার প্রচারনা গনসংযোগ চালিয়ে যাচ্ছেন তারপরও শঙ্কা রয়ে গেছে সীমানা নিয়ে দায়েরকৃত রিট পিটিশনের এ দুটি ওয়ার্ডের ভোটযুদ্ধ থেমে যেতে পারে যে কোন সময়। এ প্রসঙ্গে জানতে চাইলে নির্বাচনের সাথে সম্পৃক্ত জেলা নির্বাচন অফিসার জগন্নাখপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, জেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের কাজ চলছে। অনেকেই মনোনয়নপত্র দাখিল করেছেন। ১০ ও ১১ নং ওয়ার্ডের বিষয়ে এখনো আমরা আদালতের কোন নির্দেশনা পাইনি। উচ্চ আদালতের নির্দশনা পেলে সে অনুযায়ী পদক্ষেপ নেয়া হবে। উল্লেখ্য ১১ নং ওয়ার্ডের সদস্য পদে ইতিমধ্যে আওয়ামীলীগ নেতা শাহাজাহান সিরাজী ও সৈয়দ ছাব্বির মিয়া ছাবির মনোনয়নপত্র দাখিল করেছেন। আজ ১০ ও ১১ নং ওয়ার্ডের অনেকেই মনোনয়নপত্র দাখিল করবেন বলে জানা গেছে।

Exit mobile version