Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জেলা পরিষদ নির্বাচন- ব্যারিষ্টার ইমনের সমর্থনে জগন্নাথপুরে মতবিনিময় সভা

আজহারুল হক ভূঁইয়া শিশু:; সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ব্যারিষ্টার এম এনামুল কবির ইমন বলেছেন, শান্তির শহর সুনামগঞ্জকে আরো শান্তিময় ও নান্দনিক করে গড়ে তুলতে জনপ্রতিনিধিদের শেখ হাসিনার প্রতি আস্থা রাখতে হবে। আসন্ন জেলা পরিষদ নির্বাচনে শেখ হাসিনা মনোনীত প্রার্থী হিসেবে আপনারা আমাকে নির্বাচিত করলে আমি নান্দনিক সুনামগঞ্জ উপহার দিব। তিনি বলেন, জগন্নাথপুরবাসীর সাথে আমার আত্মিক সর্ম্পক রয়েছে। সেই সর্ম্পক অক্ষুন্ন রেখে সবাই আমাকে ভোট দিবেন বলে প্রত্যাশা করি। তিনি বলেন,৭১ সালে জগন্নাথপুরের মানুষ আমার পিতা মরহুম আব্দুর রইছকে ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করেছিলেন আজ জগন্নাথপুরের জনপ্রতিনিধিরা আমাকে ভোট দিয়ে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিবেন। তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়ন পরিষদে মীরপুর ইউনিয়নের জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় তিনি উপরোক্ত কথা বলেন। মীরপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জমির উদ্দিন এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব আকমল হোসেন,যুক্তরাজ্য আওয়ামীলীগের সহ-সভাপতি হরমুজ আলী, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, সাংগঠনিক সম্পাদক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা,ভাতগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আওলাদ হোসেন,পশ্চিমপাগলা ইউনিয়নের চেয়ারম্যান নুরুল হক,দুর্গাপাশা ইউনিয়নের চেয়ারম্যান মনির উদ্দিন,পাটলী ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল হক, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের চেয়ারম্যান তৈয়ব মিয়া কামালী প্রমুখ

এসময় সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ নেতা করুনা সিন্দু বাবুল, হায়দার চৌধুরী লিটন,শ্রমিকলীগ সভাপতি সিরাজুল ইসলাম সহ আওয়ামীলীগ অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। রাতে সাতটায় পাটলী ইউনিয়নের জনপ্রতিনিধিদের নিয়ে ইউনিয়ন পরিষদে মতবিনিময়সভা করেন। এর আগে ব্যারিষ্টার এম এনামুল কবির ইমন ভবের বাজার আওয়ামীলীগ দলীয় অফিসে গিয়ে সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি প্রবীণ রাজনীতিবীদ সিদ্দিক আহমদ এর সাথে দেখা করে তাঁর দোয়া,সহযোগীতা ও সমর্থন কামনা করেন। এসময় নেতাকর্মীরা দুজনকে ফুলের মালায় ভূষিত করেন।

Exit mobile version