Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

ঝড়-বৃষ্টিতে জগন্নাথপুরে ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ বিভ্রাট, অতিষ্ঠ উপজেলাবাসী

 

বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জের জগন্নাথপুরে অস্বাভাবিক বিদ্যুৎ বিভ্রাট চলছে। বিদ্যুতের যন্ত্রনায় অতিষ্ঠ হয়ে উঠেছেন উপজেলাবাসী। গত দুইতিন ধরে টানা ৮ থেকে ১০ ঘন্টা দিবারাত্রি বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকে।
সর্বশেষ গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৫টা দিকে জগন্নাথপুরের বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়। এরপর টানা প্রায় ৮ ঘন্টা সংযোগ বন্ধ থাকার পর রাত সাড়ে ১২টায় দেখা
মিলে বিদ্যুতের। ফের বিদ্যুতের লোড শেডিং হয়।
আজ বুধবারও ভোর থেকে দুপুর পর্যন্ত একাধিকবার বিদ্যুতের লোডশেডিং করা হয়েছে।

উপজেলাবাসী জানান, সম্প্রতিকালে অবিশ্বাস্যভাবে বিদ্যুতের লোডশেডিং করা হচ্ছে। একটু ঝড় বৃষ্টি হলেও ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ পাওয়া যায় না। ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে ব্যবসা বানিজ্য ব্যাহত হচ্ছে। পাশপাশি প্রযুক্তির যন্ত্রগুলো অচল হয়ে পড়ে। এছাড়াও ফ্রিজে থাকা জিনিসপত্র বিনষ্ট হচ্ছে।
জগন্নাথপুর পৌরশহরের ছিক্কা এলাকার বাসিন্দা তফজ্জুল হক সুমন জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, বিদ্যুতের যন্ত্রনায় অতিষ্ঠ আমরা। একবার গেল ফেরার ইচ্ছা যেন নেই বিদ্যুতের। প্রতিদিন দিন রাত ৮ থেকে ১০ ঘন্টা টানা বিদ্যুৎ থাকে না। কোন কোন রাতে বিদ্যুৎ পাওয়াই যায়না। এতে করে অসহনীয় ভোগান্তিতের শিকার হচ্ছি
আমরা। আরেক গ্রাহক জগন্নাথপুর পৌরশহরের সদর বাজারের ব্যবসায়ী আব্দুস সালাম জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, বিদ্যুতের ভোগান্তিতে মারাত্মকভাবে ব্যবসায়ি কার্যক্রম বিঘিœত হচ্ছে। ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ না থাকায় বেচাবিকি কমে গেছে। নিরবিচ্ছিন্ন বিদ্যুতের জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি আহবান জানিয়েছেন।
স্থানীয় উপজেলা বিদ্যুৎ উন্œয়ন বোর্ড (পিডিবি) সুত্র জানায়, ১৯৮৬ সালে সিলেটের বড়ইকান্দি নামকস্থান থেকে ৩৩ হাজার কেভি লাইনে জগন্নাথপুর উপজেলায় প্রথম বিদ্যুৎ সংযোগ দেয়া হয়। বর্তমান গ্রাহক সংখ্যা প্রায় ২৫ হাজার।

জগন্নাথপুর উপজেলা বিদ্যুৎ আবাসিক প্রকৌশলী আজিজুল ইসলাম আজাদ জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন,
সিলেটের বড়ইকান্দি নামকস্থানে বিদ্যুতের সাবষ্টেশনের ব্রেকারে বৃষ্টি এলেই পানি জমে বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যায়। এ সমস্যা দূরকরণে কাজ চলছে। আশা করছি ২/৩ দিনের মধ্যে এ সমস্যার স্থায়ী সমাধান হবে। এটি দূরকরণ হলেও এতো ঘণ ঘণ বিদ্যুৎ বিভ্রাট হবে না।

Exit mobile version