Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

টাঙ্গুয়ার হাওরে বাঁধ ভেঙে হুমকিতে বোরো ফসল

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সুনামগঞ্জের পাটলাই নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নজরখালি বাঁধ ভেঙে গেছে। এতে ২৪ হাজার একর আয়তনের টাঙ্গুয়ার হাওরে পানি ঢুকছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রায় তিন হাজার একর জমির ধান।

আজ শনিবার বেলা সাড়ে ১০টায় টাঙ্গুয়ার ওয়াচ টাওয়ারের উত্তর পাশে নজরখালি বাঁধ ভেঙে যায়। এর আগে হাওরের কৃষকরা সাতদিন ধরে স্বেচ্ছাশ্রমে বাঁধ রক্ষার চেষ্টা করছিলেন।

নজরখালি বাঁধ এলাকা পরিদর্শন করে সমকালকে এ তথ্য নিশ্চিত করেছেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীর।

টাঙ্গুয়া হাওরপাড়ের গোলাবাড়ি গ্রামের খসরুল আলম বলেন, নদীর পানি এভাবে বাড়তে থাকলে যেকোনো সময় হাওর পানির নিচে তলিয়ে যেতে পারে। তিনি বলেন, কৃষকরা স্বেচ্ছাশ্রমে টানা সাতদিন কাজ করেও বাঁধ রক্ষা করতে পারল না। তাদের চোখের সামনেই সোনার ফসল পানিতে ডুবে যাচ্ছে।

এদিকে, নদীর পানি উপচে যেকোনো সময় লতিবপুর হাওরে ঢোকার আশঙ্কা তৈরি হয়েছে। পানি ঢুকতে শুরু করলে প্রায় দুইশ একর জমির ধান হুমকির মুখে পড়বে বলে জানিয়েছেন স্থানীয়রা।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের তাহিরপুর শাখার কর্মকর্তা আসাদুজ্জামান সেলিম বলেন, লতিবপুর হাওরটি পানি উন্নয়ন বোর্ডের আওতাভুক্ত নয়। তাই ওই হাওরে কাজ করা আমাদের সম্ভব হয়নি। হাওরটিকে পানি উন্নয়ন বোর্ডের আওতায় নিতে দুই যুগ ধরে দাবি জানিয়েছে আসছেন হাওরের কৃষকরা।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, কৃষকদের দাবির মুখে সম্প্রতি টাঙ্গুয়া হাওরের তিনটি বাঁধ মেরামতের জন্য আট লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছিল। যেন নদীর পানি বাড়লে প্রথম ধাক্কায় হাওরে ঢুকে না পড়ে।

স্থানীয়রা বলছেন, ফসলরক্ষা বাঁধের জন্য সরকারের কিছু বরাদ্দ আছে। তবে কাজের কাজ তেমন কিছু হয়নি। ফলে সামান্য পানিতেই হুমকির মুখে পড়ে ফসল। ক্ষতিগ্রস্ত হন কৃষক।

 

Exit mobile version