Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

টিকাদান সফল করতে সবাই আন্তরিকতার সঙ্গে কাজ করুন: প্রধানমন্ত্রী

জগন্নাথপুর২৪ ডেস্ক::

কভিড-১৯ প্রতিরোধক টিকাদান কর্মসূচি সফল করতে সবাইকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, আমরা সবার সহযোগিতা চাই। যেন সবকিছু সুষ্ঠুভাবে হয়, সেজন্য সবাই একটু নজর রাখবেন, ইনশাল্লাহ এ অবস্থা থেকে আমরা উত্তরণ ঘটাব

প্রধানমন্ত্রী বলেন, আমরা আজকে যে যাত্রা শুরু করলাম, এর মাধ্যমে আমাদের দেশের মানুষ করোনাভাইরাস থেকে মুক্তি পাবে। আমরা সেটারই চেষ্টা করছি। বাংলাদেশ জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ হিসেবেই গড়ে উঠবে বলেও দৃঢ় প্রত্যয় পুনর্ব্যক্ত করেন তিনি। খবর বাসসের

বুধবার বিকেলে দেশে করোনাভাইরাসের টিকাদান কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত হয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উপস্থিতিতে নার্স, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, পুলিশ, সেনাসদস্যসহ পাঁচজন করোনা টিকার প্রথম ডোজ গ্রহণ করেন। প্রথম টিকা নেন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু বেরোনিকা কস্তা। প্রথম দফায় টিকা গ্রহণকারী পাঁচজনের সঙ্গেই কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী। সবাইকে অভিনন্দন জানান তিনি।

Exit mobile version