Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

ট্রাফিক সপ্তাহ আরো ৩ দিন বাড়লো

জগন্নাথপুর২৪ ডেস্ক:: নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের করা আন্দোলনের প্রেক্ষিতে গত ৫ই আগস্ট থেকে শুরু হওয়া সাতদিন ব্যাপী ট্রাফিক সপ্তাহ আরো ৩ দিন বাড়ানো হয়েছে। আজ শনিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া এ কথা জানান। ডিএমপি কমিশনার বলেন, ঢাকার সবচেয়ে বড় সমস্যা ট্রাফিক জ্যাম ও বিশৃঙ্খলা। চার হাজার ট্রাফিক পুলিশ সদস্য রোদ, বৃষ্টি, দুর্যোগ মাথায় নিয়ে দায়িত্ব পালন যাচ্ছেন। ট্রাফিক আইনের কঠোর প্রয়োগের উদ্দেশ্যে আমরা সাতদিনের ট্রাফিক সপ্তাহ ঘোষণা করি। আজকে ট্রাফিক সপ্তাহের শেষ দিন।
গত এক সপ্তাহে ইতিবাচক ফলাফল এসেছে। আইনের প্রয়োগ ও শৃঙ্খলায় আগ্রগতি এসেছে। এ আগ্রগতি আমাদের ধরে রাখা প্রয়োজন। তাই ট্রাফিক সপ্তাহ আরো ৩ দিন বাড়ানো হল। পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

Exit mobile version