Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

ট্রাম্পের নীতি পৃথিবীকে বিপর্যস্ত করে তুলছে: আইএমএফ

জগন্নাথপুর২৪ ডেস্ক:: চীনের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক যুদ্ধ সাংঘাতিকরূপে পুরো বিশ্বের ওপর প্রভাব ফেলেছে । আর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এ নীতির কারণে পৃথিবীর অর্থনীতি ধীরে ধীরে দরিদ্রতার দিকে এগোচ্ছে এবং পৃথিবীকে একটি বিপদজনক জায়গা বানিয়ে ফেলছে। এমন দাবি করেছে বিশ্ব দাতা সংস্থা দ্যা ইন্টারন্যাশনাল মনেটারি ফান্ড (আইএমআফ)। সম্প্রতি বিশ্বব্যাপী চালানো একটি জরিপ চালানোর পর এমন তথ্য প্রকাশ করে। খবর বিবিসির।

আইএমএফ তাদের ওই জরিপের পর প্রকাশিত এক প্রতিবেদনে আগামী দুই বছরে বিশ্বের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে যাবে বলেও আশংকা প্রকাশ করেছে। আইএমএফএর পক্ষ থেকে বলা হয়, যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যকার অর্থনৈতিক যুদ্ধ অর্থনৈতিক মুক্তির পথে উল্লেখযোগ্য বাধা হয়ে দাঁড়াবে। আইএমএফ এর প্রধান অর্থনীতিবিদ মৌরিস ওবসটফেল্ড বলেন, বাণিজ্যনীতি প্রকৃতপক্ষে রাজনীতিকে বোঝায় এবং এই রাজনীতি কিছু কিছু দেশে অস্থিতিশীল হচ্ছে এবং যেটি আরো ঝুঁকি বাড়াচ্ছে। সংস্থাটির প্রধান অর্থনীতিবিদ আরো বলেন, এই অর্থনৈতিক যুদ্ধ পরিবার, ব্যবসা এবং সর্বোপরি পুরো বিশ্বের ওপর প্রভাব ফেলবে।

প্রসঙ্গত, গতমাসে চীনের পণ্যের ওপর ২০০ বিলিয়ন ডলার শুল্ক আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। চীনের ওপর যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের পর মার্কিন পন্যের ওপর নতুন করে ৬০ বিলিয়ন ডলারের নতুন শুল্ক আরোপ করে চীন।

Exit mobile version