Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

ট্রেনের ধাক্কায় নছিমনের তিন যাত্রী নিহত

জগন্নাথপুর২৪ ডেস্ক::
রাজবাড়ীর বালিয়াকান্দিতে ট্রেনের ধাক্কায় নসিমনের ৩ যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন নসিমনের ১১ যাত্রী।
শুক্রবার দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদেরকে ফরিদপুর হাসপাতালসহ স্থানীয় বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর।
নিহতরা হলেন-বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নে বাঘুটিয় গ্রামের এলেম সরদারের ছেলে ইমরান সরদার, শহিদুল শেখের ছেলে সরোয়ার ও শুকুর আলীর ছেলে সাকিল। নিহত ও আহতরা সবাই একই জুট মিলের শ্রমিক।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর সাড়ে ১২ টার দিকে ফরিদপুর জেলার মধুখালী উপজেলার রাজ্জাক জুট মিলের শ্রমিকবাহী একটি নসিমনে ১৪ জন শ্রমিক বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বাঘুটিয়া গ্রামে যাচ্ছিলো। শ্রমিক বহনকারী গাড়িটি জামালপুরের সোলাকুড়া রেলগেট পার হওয়ার সময় কালুখালী থেকে ছেড়ে আসা ট্রেনটি ধাক্কা দিলে ঘটনাস্থলেই জুট মিলের ৩ শ্রমিক নিহত হন।
সুত্র সমকাল

Exit mobile version