Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

ট্রেনে নারীকে রাতভর হেনস্তা দুই ছাত্রের কারাদণ্ড

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক ::
ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে আসা পদ্মা এক্সপ্রেস ট্রেনে এক নারী যাত্রীকে হেনস্তার দায়ে দুই ছাত্রকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সমর কুমার পাল তাদের ১৯ দিন করে কারাদণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- নগরীর খড়বোনা এলাকার মাসুদ আলীর ছেলে হাসিম ইকবাল (২৩) ও চারঘাট উপজেলার শিবপুর গ্রামের আইয়ুব আলীর ছেলে মমিনুল ইসলাম (২৫)। তাদের মধ্যে একজন ঢাকার মোহাম্মদপুর বিশ্ববিদ্যালয় কলেজের ও অপরজন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র। নির্বাহী ম্যাজিস্ট্রেট সমর কুমার পাল জানান, শুক্রবার দিবাগত রাতে ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে আসা পদ্মা এক্সপ্রেস ট্রেনযোগে বাড়ি ফিরছিলেন নগরীর বোয়ালিয়া থানা এলাকার এক নারী। তিনি ট্রেনের ‘ঙ’ বগির ২৪ নম্বর সিটে বসে ছিলেন। একই বগির পাশের সিটে (১৬ থেকে ১৮) বসে পাঁচ জন ছাত্র ঢাকা থেকে রাজশাহী আসছিলেন। তারা ওই নারীকে রাতভর উত্ত্যক্ত করতে করতে আসছিলেন। এরমধ্যে দুজন নাটোরের আব্দুলপুর ও একজন পাবনার ঈশ্বরদী স্টেশনে নেমে যায়। বাকী দুইজন মোহাম্মদপুর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র হাসিম ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র মমিনুল ইসলাম ওই নারীকে উত্ত্যক্ত করতে থাকে। উত্ত্যক্তের বিষয়টি রাতেই মোবাইল ফোনে তার পরিবারের সদস্যদের অবহিত করে। পরে শনিবার ভোরবেলা ট্রেনটি রাজশাহী রেলওয়ে স্টেশনে পৌঁছালে ওই নারীর স্বজনরা তাদের ধরে পুলিশে সোপর্দ করেন। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এ সময় দণ্ডবিধির ৫০৯ ধারা মোতাবেক তাদের ১৯ দিনের কারাদণ্ড দেয়া হয়। পরে দুপুরে তাদের রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

Exit mobile version