Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে ইইউ’র উদ্বেগ

জগন্নাথপুর২৪ ডেস্ক:: সম্প্রতি পাস হওয়া ডিজিটাল নিরাপত্তা আইনের বিষয়ে উদ্বেগ জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। আজ এক বিবৃতিতে সংগঠনটি বলেছে, এই আইন গণমাধ্যম ও মত প্রকাশের স্বাধীনতার বৈধ চর্চাকে বাধাগ্রস্ত ও দুর্বৃত্তায়ণ করতে পারে। বিবৃতিতে ঢাকায় নিযুক্ত ইইউ’র দূত ছাড়াও ইতালি, স্পেন, সুইডেন, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ড, যুক্তরাজ্য, নরওয়ে ও সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতরা স্বাক্ষর করেছেন। তারা এ আইনকে মানবাধিকার বিষয়ক বৈশ্বিক ঘোষণা ও বাংলাদেশের সংবিধানের সঙ্গে সঙ্গতিপূর্ণ করতে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছেন।
ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে এর আগেও উদ্বেগ জানিয়েছিল ইইউ। তীব্র সমালোচনা উপেক্ষা করে গত ১৯শে সেপ্টেম্বর সংসদে এ আইন পাস হয়। মানবাধিকারকর্মীরা এই আইনকে ‘কালো আইন’ আখ্যা দিয়েছে বলেছেন, এতে গণমাধ্যম ও মত প্রকাশের স্বাধীনতা হুমকির মুখে পড়বে।

Exit mobile version