Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

ডিবি পুলিশের কনস্টেবলকে কুপিয়ে হত্যা

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক ::
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ডিবি পুলিশের এক কনস্টেবলকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

নিহতের নাম রুবেল হোসেন (৩০)। তিনি ওই ইউনিয়নের ৭নং ওয়ার্ড মেম্বার ও আওয়ামী লীগ নেতা রূপ মিয়ার ছেলে এবং ঢাকা ডিবি পুলিশের কনস্টেবল।

শুক্রবার বিকালে আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।
এ সময় উভয় গ্রুপের অন্তত ১৫ জন দেশীয় ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছেন।

উল্লেখ যোগ্য আহতরা হলেন- জামির, জমির হোসেন, আলমগীর হোসেন, শাহীনুর, সুজন ও শিমুল। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কালাপাহাড়িয়া ইউনিয়ন পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম ঘটনা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঘটনাস্থলে জেলা পুলিশের ঊধ্বর্তন কর্মকর্তারা পরিদর্শনে গেছেন। পুলিশের কনস্টেবল রুবেলের মরদেহ ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, কালাপাহাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম স্বপন সমর্থক মহিউদ্দিন, বেদেন ও ইউনিয়ন ছাত্রদল সভাপতি ফরিদের সঙ্গে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে রূপ মিয়া মেম্বারের বিরোধ চলছিল। বিরোধের জের ধরে শুক্রবার বিকালে চেয়ারম্যানের সমর্থকরা রূপ মিয়ার কালাহাড়িয়ার বাড়িতে হামলা চালায়। এ সময় ঈদে ছুটিতে আসা কনস্টেবল রুবেলকে কাছে পেয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে তারা।

এসময় রূপ মিয়ার লোকজন তাধের ধাওয়া করলে উভয় গ্রুপের সংঘর্ষের সময় অন্তত ১৫ জন ছুরিকাঘাতে আহত হন।

Exit mobile version