Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

ডেঙ্গু পরীক্ষার ফি নির্ধারণ করল স্বাস্হ্য অধিদপ্তর

ডেঙ্গু শনাক্তের জন্য সব ধরনের পরীক্ষার সর্বোচ্চ মূল্য নির্ধারণ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। রবিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর থেকে রাজধানীর সব বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে এই নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী, এখন থেকে ডেঙ্গু মূল পরীক্ষা এনএসওয়ান (ঘঝ১)-এর জন্য সর্বোচ্চ ৫০০ টাকা নেওয়া যাবে। অন্যদিকে আইজিজি (ওমএ) ও আইজিএম (ওমগ)- এই দুটি পরীক্ষার মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা। এ ছাড়া সিবিসি (ঈইঈ) পরীক্ষার মূল্য হবে ৪০০ টাকা।
স্বাস্থ্য অধিদপ্তরে রবিবার এক সংবাদ সম্মেলন এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ। এর আগে ঢাকার বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের মালিকদের সঙ্গে বৈঠক করেন মহাপরিচালক।
সরকারি হাসপাতালে ডেঙ্গু শনাক্তের পরীক্ষা বিনামূল্যে দেওয়া হচ্ছে। তবে কিছু বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযোগ ওঠে ডেঙ্গু পরীক্ষায় রোগীদের থেকে বাড়তি টাকা নেওয়া হচ্ছে।
সূত্র : প্রথমআলো

Exit mobile version