Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

ডেনমার্কে নারী-পুরুষের নগ্ন দৌড়

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: নামই ‘ন্যাকেড রেস’। বাংলায় যার অর্থ নগ্ন দৌড়। হ্যাঁ, একেবারেই নগ্ন হয়ে দৌড়াতে হবে প্রতিযোগিদের। গায়ে একটি সুতা পর্যন্ত থাকতে পারবে না। এমনই এক বার্ষিক দৌড় উৎসব হয় ডেনমার্কে। এবারও রোসকিলডে’তে আয়োজন করা হয়েছিল এমন এক দৌড় প্রতিযোগিতা। তাতে অংশ নেন কয়েক শত নারী-পুরুষ। দিনের আলোতে তারা সবাই গায়ের সব পোশাক খুলে ফেলে উন্মুক্ত ট্র্যাকের ওপর দিয়ে সব লাজলজ্জা পিছনে ফেলে দৌড়াতে থাকেন। আর তা দেখে ট্র্যাকের বাইরে থেকে হাততালি দিয়ে তাদের উৎসাহিত করতে থাকেন কৌতুহলী দর্শকরা। কোপেনহেগেন থেকে সামান্য পশ্চিমে রোসকিলডে’তে আয়োজিত এ উৎসব দেখতে ভিড় জমান বিপুল সংখ্যক দর্শক। তবে দৌড় শুরুর আগে অংশগ্রহণকারীদের লজ্জিত হতে দেখা যায় নি। তারা স্বাভাবিকভাবে একে অন্যের সঙ্গে কুশল বিনিময় করেছেন। ইউরোপে এভাবে যত নগ্ন দৌড় প্রতিযোগিতা আয়োজন করা হয় তার মধ্যে ডেনমার্কের এই আয়োজন অন্যতম। এটা ১৯৭১ সাল থেকে আয়োজন করা হচ্ছে। তবে তা বার্ষিক হিসেবে আয়োজন শুরু হয় ১৯৯৯ সালে। এরপর এটা একটা রীতিতে পরিণত হয়েছে। প্রতিযোগিদের মধ্য থেকে প্রতি বছর একজন সৌভাগ্যবান পুরুষ ও একজন নারীকে পুরস্কৃত করা হয়।

Exit mobile version