Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

ঢাকায় মদপানে তিনজনের মৃত্যু

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: রাজধানীর মুগদায় মদপানে তিনজনের মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

তবে তারা কী মদ খেয়েছিলেন সে তথ্য দিতে পারেননি পুলিশ কর্মকর্তারা।

মুগদা থানার ওসি মো. ইনামুল হক জানান, মুগদার উত্তর মান্ডার কদমআলী ঝিলপাড়ের একটি বাসায় বসে বুধবার রাতে মদপানের পর ওই রাতেই একজন মারা যান। পরদিন সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয় তার অপর দুই সঙ্গীর।

এরা হলেন- আব্দুর রহমান (৩৫), তার মামাত শ্যালক সোহেল মীর (১৮) এবং রহমানের বন্ধু জামাল হোসেন (৩৫)।

এদের মধ্যে সোহেল ঢাকার ক্যামব্রিয়ান কলেজের কর্মচারী, রহমান চিকিৎসা সরঞ্জাম সরবরাহকারী এবং জামাল মাছ ব্যবসায়ী। তাদের কার গ্রামের বাড়ি কোথায় তা জানা যায়নি।

ওসি বলেন, রহমানের ভাড়া বাসায় বসে মদ পান করেন তারা। সেখানে মদের বোতল পাওয়া গেছে।

অসুস্থ হয়ে সোহেলের মৃত্যুর পর খবর পেয়ে পুলিশ অন্য দুজনকে মধ্যরাতে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে ভর্তি করে।

এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে জানিয়ে পুলিশ কর্মকর্তা ইনামুল বলেন, “তারা কী মদ খেয়েছিল, কোথা থেকে মদ সংগ্রহ করল, কে তাদের মদ সরবরাহ করেছে- সে সব বিষয় তদন্ত করা হচ্ছে।”

Exit mobile version